ত্বকের যত্নের জন্য লেবু হল এক অনন্য উপাদান। শুধু খাবারের স্বাদ ভাল করতেই নয়, লেবুর আশ্চর্য উপাদানের কারণ ত্বক ও চুল অনেক বেশি স্বাস্থ্যকর ও চকচকে দেখানোর ক্ষমতা দেখায়। লেবুর উপকারিতা নিয়ে সকলেরই অল্প-বিস্তর তথ্য জানা। চুলের জন্য লেবুর তেলের উপকারিতা কী, তা হয়তো অনেকে জানেন না। লেবু নয়, লেবুর তেলের কথা বলা হবে এখানে। কিন্তু লেমন অয়েল বা লেবুর তেল কী?
লেুবুর ত্বক থেকে যে তেল তৈরি করা হয়, তাকে লেবু তেল বা লেমন অয়েল বলে। অপরিহার্য এই তেলটি সরাসরি মাথার ত্বকের প্রয়োগ করা যেতে পারে। আবার অল্প বাতাসে ছড়িয়ে গিয়ে শ্বাস-প্রশ্বাস নেওয়া যেতে পারে। বিভিন্ন ত্ব ও অ্যারোমাথেরাপি পণ্যের একটি সাধারণ উপাদান। এটি ত্বক পরিস্কার করতে,উদ্বেগ প্রশমিত করতে ও মনকে উদ্দীপিত করতে একটি ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়।
লেবুর এসেনশিয়াল অয়েল আপনার চুলের জন্য খুবই ভাল। এতে রয়েছে শক্তিশালী অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য। চুলের গোড়া শক্ত করতে ও চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। এই তেলের গুণের কারণে চুলের বৃদ্ধি ঘটে, নিস্তেজ চুল ঝরে গিয়ে মজবুত চুল গডতে সাহায্য করে।মাথার ত্বকের চুলকানি প্রশমিত করা জন্ মাথার ত্বকের মাসাজ চিকিত্সায় লেবুর তেলের মিশ্রণ বেশ করার্যকরী। এছাড়া মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি ও চুলের বৃদেধিকে উদ্দীপিত করা উপায় হিসেবে মাসাজ ব্যবহার করতে পারেন।
চুলের জন্য লেবুর তেল সম্পর্কে আপনার যা জানা দরকার, তা এখানে জেনে নিন…
– লেবুর তেলের শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কারণে খুশকি দূর হয় নিমেষে। এছাড়া উকুন তাড়াতে এর থেকে ভাল কিছু হয় না। মাথার ত্বকে ব্যবহার করা হলে লেবু লোমকূপের চারপাশের ছিদ্র খুলে দেয়। যা খুশকি কমাতে সাহায্য করে।
– চুলের টনিক হিসেবে কাজ করে। আপনার চুলকে চকচকে ও গোড়া মজবুত করতে সাহায্য করে।
– লেবুর তেলে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা চুলের ফলিকলকে আলগা হতে বাধা দেয়। ফলে চুল পড়া কম করে।
– অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকার কারণে মাথার ত্বককে সংক্রমণমুক্ত রাখে।
– লেবু মাথার ত্বকে তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করে। তৈলাক্ত মাথার ত্বক রোধ করে।
– সাইট্রিক অ্যাসিড একটি প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। যার ফলে আপনাকে সমস্ত ধরণের কৃত্রিম রাসায়নিক দিয়ে ব্লিচের আশ্রয় না নিয়ে আপনার চুল হালকা করে।
চুলের জন্য লেবুর তেলের ব্যবহার করবেন কীভাবে, তার জন্য রইল কিছু টিপস…
– এটি অম্লীয় প্রকৃতি হওয়ায় চুলে লাগানোর আগে লেবুর তেল অল্প করে পাতলা করে নিন।
– চুলে ব্যবহারের আদে একটি ক্যারিয়ার অয়েল, যেমন ক্যাস্টর অয়েল, বাদাম তেল বা তিলের তেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন।
– তেল দিয়ে মাসাজ করার পর পছন্দের শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল পরিস্কার করে নিন।
আরও পড়ুন: Hair Loss Problems: শীতকালে চুল পড়া বন্ধ করতে বিদেশি পণ্য নয়, আয়ুর্বেদ টোটকাতে ভরসা রাখুন