Hair Care Remedies: একঢাল চুলকে রাখুন হাসিখুশি! চুলের যত্নে লাগান কফি হেয়ার মাস্ক
Hair Care Tips: যে আবেদনময় ঠোঁটে এতদিন উষ্ণ কফির ছোঁয়া দিতেন, সেই কফিই কিন্তু আপনার চুল করে তুলতে পারে রেশমের মতো মসৃণ আর লাস্যে পূর্ণ! একবার চুলে লাগিয়েই দেখুন না কফি হেয়ার মাস্ক! ম্যাজিক টের পাবেন দ্রুত!

কাজের সময়ে ক্লান্ত বোধ করলে আর ঘুম পেলে কী করেন? নিশ্চয়ই এক কাপ কফি পান করেন? এককাপ স্ট্রং কফিই পারে আপানাকে পুনরায় জাগিয়ে তুলতে আর আগের মতো এনার্জেটিক ও সতর্ক করে তুলতে। তবে কফি আপনাকে যে শুধুই চটজলদি চনমনে করে তুলতে পারে এমন ভাবলে ভুল হবে। শরীরের সঙ্গে চুলেরও খেয়াল রাখতে পারে কফি। অবাক হলেন নিশ্চয়? স্বাভাবিক। খুব অল্প লোকেই কফির ব্যাপারে এই তথ্যগুলি জানেন। সামান্য মাত্রার কফি ব্যবহারেই আপনার চুল হয়ে উঠতে পারে রেশমের মতো। এমনকী চুলের স্বাভাবিক বৃদ্ধিতেও কফি ইন্ধন জোগায়। অনেকে অবশ্য ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলতে কফি ব্যবহার করেন। তবে হাসিখুশি চুল পেতে হলেও কিন্তু কফির বিকল্প নেই! স্ক্যাল্প পরিষ্কার রেখে চুলের বৃদ্ধিতে সাহায্য করে কফি! ফলে চুল গোড়া থেকে শক্ত হয়।
কীভাবে তৈরি করবেন কফি দিয়ে হেয়ার মাস্ক
• একটা ডিমের সঙ্গে ৩ টেবিল চামচ কফি মেশান। ভালো করে ফেটান। একটা মসৃণ মিশ্রণ তৈরি করুন। এই হেয়ার মাস্ক লাগান চুলের গোড়া থেকে ডগা অবধি! খেয়াল রাখবেন সমগ্র চুলেই যেন এই হেয়ার মাস্ক-এর প্রলেপ পড়ে! ধীরে ধীরে আঙুল দিয়ে কয়েক মিনিট স্ক্যাল্পে ম্যাসাজ করুন। শ্যাম্পু করার আগে ১৫ হেয়ার মাস্ক রেখে দিন। শ্যাম্প আর জল দিয়ে মাস্ক ধুয়ে ফেলুন।
• দুই টেবিল চামচ কফি ও সমপরিমাণ মধু একসঙ্গে নিয়ে ভালো করে মেশান। একটা মসৃণ মিশ্রণ তৈরি করুন। সমগ্র চুলে গোড়া থেকে ডগা অবধি মিশ্রণটি প্রয়োগ করুন। ৪০ মিনিট চুলে লাগিয়ে রেখে স্নান করতে যান। চল্লিশ মিনিট পর্যন্ত আপনার চুলকে মধু ও কফির পুষ্টিগুণ শোষণ করতে দিন। এরপর জল দিয়ে চুল ধুয়ে নিন।
• ৩ টেবিলচামচ কফি পাউডারের সঙ্গে সমপরিমাণ দই মেশান। সঙ্গে দিন তাজা লেবুর কয়েক ফোঁটা রস। ভালো করে মিশ্রণটি ফেটান। খেয়াল রাখবেন মিশ্রণে যেন কোনও ডেলা না থাকে। এই মিশ্রণ সমগ্র চুলে লাগান। চুলের গোড়া থেকে ডগা অবধি মিশ্রণটির প্রলেপ দিন। এরপর পরুন একটি শাওয়ার ক্যাপ। ৩০ থেকে ৪০ মিনিট এভাবেই থাকুন। ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিন।
• ২ টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। সঙ্গে দিন ১ টেবিল চামচ অ্যালোভেরা জ্যুস। ভালো করে ফেটিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ লাগান চুলে। খেয়াল রাখবেন যেন গোড়া থেকে ডগা অবধি মিশ্রণটি লাগানো থাকে। মিশ্রণটি লাগানোর সময় চুলের গোড়ায় হালকা করে ম্যাসাজ করুন। চুল শুকোতে দিন। ২০ মিনিট পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
