Winter Skin Care: শীতে তৈলাক্ত ত্বক আরও সংবেদনশীল হয়ে উঠেছে? এর প্রতিকার রয়েছে আপনার রান্নাঘরেই

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 29, 2021 | 12:57 PM

শীতের দিনগুলিতে বিশেষ পরিচর্চা দরকার হয় ত্বকের। বিশেষ করে মুখের ত্বক শীতের আবহাওয়ায় বেশি শুষ্ক হয়ে যায়। শীতকালে দূষণও বেড়ে যায় খুব।

Winter Skin Care: শীতে তৈলাক্ত ত্বক আরও সংবেদনশীল হয়ে উঠেছে? এর প্রতিকার রয়েছে আপনার রান্নাঘরেই

Follow Us

শীতের দিনগুলিতে বিশেষ পরিচর্চা দরকার হয় ত্বকের। বিশেষ করে মুখের ত্বক শীতের আবহাওয়ায় বেশি শুষ্ক হয়ে যায়। শীতকালে দূষণও বেড়ে যায় খুব। এর প্রভাব পড়ে আপনার ত্বকের ওপর। বিশেষত যাদের তৈলাক্ত ত্বক। এই সময় ত্বকের নানা সমস্যা দেখা দেয়। এমন সময় স্কিন কেয়ার রুটিন মেনে চলার পাশাপাশি ফেস প্যাক ব্যবহার করা উচিত।

ফেস মাস্ক ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগাতে সাহায্য করে। যদি প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ ফেস মাস্ক‌ ব্যবহার করেন তাহলে উপকার পাবেন দ্বিগুণ। ভাবছেন এর জন্য কোন ফেস মাস্ক ব্যবহার করবেন? বাড়িতে তৈরি ফেস মাস্ক এই ক্ষেত্রে বেশি কাজ দেবে আপনার।

কফি মাস্ক- এর জন্য এক চামচ কফি গুঁড়ো ও এক চামচ কোকো পাউডারের সঙ্গে পরিমাণ মত মধু ও দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের ওপর প্রয়োগ করুন এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। এই ফেস মাস্ক আপনার ব্রণকে প্রতিরোধ করবে এবং ত্বকের রক্ত চলাচলকে সচল রাখবে। এবং তার সঙ্গে ত্বককে উজ্জ্বল করে তুলবে। উপরন্ত কোকো পাউডারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের স্বাস্থ্য ইতিবাচক প্রভাব ফেলবে।

দইয়ের তৈরি ফেস মাস্ক- এই মাস্ক তৈরির জন্য ২ চামচ দই, ১ চামচ মধু ও এক চিমটে হলুদ গুঁড়ো নিয়ে এক সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখ ও ঘাড়ের ওপর প্রয়োগ করুন এবং ২০ মিনিটের জন্য রেখে নিন। তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস মাস্কটি আপনার সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। এই শীতকালে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এবং তার সঙ্গে ত্বককে ময়েশ্চারাইজ করবে।

মধুর তৈরি ফেস মাস্ক- এই মাস্ক তৈরির জন্য ১ চামচ মধু, ১ চামচ লেবুর রস আর পরিমাণ মত গোলাপ জল নিন। এবার এই উপাদানগুলিকে এক সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের ওপর প্রয়োগ করুন এবং শুকনো হওয়া অবধি ১৫- ২০ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রস ব্রণ কমাবে এবং ত্বককে উজ্জ্বল করে তুলবে। এর পাশাপাশি মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে। এর ফলে আপনার ত্বক শীতের দিনেও হাইড্রেট দেখাবে।

আরও পড়ুন: শুধু শরীর নয়, ত্বকের জন্যও উপকারী আদা! কীভাবে ব্যবহার করবেন, দেখে নিন

আরও পড়ুন: শীত আসতেই চুল পড়ে যাওয়ার সমস্যা আবার দেখা দিয়েছে? ট্রাই করে দেখুন বাড়িতে তৈরি হেয়ার মাস্ক

আরও পড়ুন: প্রতিদিনের দূষণের হাত থেকে চুলকে বাঁচানোর কিছু টিপস দেওয়া হল, মেনে চললেই তফাৎ বুঝতে পারবেন…

Next Article