এই এই উপায়ে গ্রীষ্মকে করে তুলুন ‘সুপার কুল’

Mar 09, 2021 | 11:56 PM

এই এই ফ্যাশনে নিজেকে সাজিয়ে নিন অন্যভাবে।

এই এই উপায়ে গ্রীষ্মকে করে তুলুন সুপার কুল
প্রতীকী ছবি।

Follow Us

বসন্তেই রোদে কাহিল আমজনতা। শীতের রেশ কাটতে না কাটতেই মাথার উপর রোদের উত্তাপ। আসছে গ্রীষ্মকাল। কাঠফাটা রোদে যদি ভেবে থাকেন সাজগোজ সব ভণ্ডুল হয়ে যাবে, তা কিন্তু মোটেও নয়। এই এই ফ্যাশনে নিজেকে সাজিয়ে নিন অন্যভাবে।

টুপির বাহার

রকমারি টুপি এই গরমে আপনার স্টাইল স্টেটমেন্টে যোগ করতে পারে বাড়তি আকর্ষণ। কাউবয় টুপি থেকে বিগ বাকেট টুপি– ফ্যাশনে এই মুহূর্তে ভীষণ ইন।

ব্যান্ডানার বাজিমাত

একই সঙ্গে ‘কুল’ এবং ট্রেন্ডি লুক পেতে চান? বেছে নিন ব্যান্ডানা। শুধু স্টাইলেই বাড়তি আকর্ষণ যোগ করবে তা নয় রোদের উত্তাপ থেকে রক্ষা করবে চুলকেও।

সানগ্লাসের কারসাজি

প্রখর রোদে রোদচশমা না পরে বেরনো কিন্তু ‘অপরাধ’। ওল্ড স্কুল কালো কাচের চশমা না পরে বেছে নিন কিছু রঙবেরঙের ফাঙ্কি ফ্রেম।

বাহারি ব্রেসলেট

গরমকালে গয়নার জাঁকজমক একেবারে মানায় না। তাই বলে কি সাজবেন না? সঙ্গে থাকুক ব্রেসলেট। থাম্ব রিংও ট্রাই করতে পারেন।

Next Article