বলি স্টার কিডদের মধ্যে ইন্ডাস্ট্রিতে যাঁরা নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। তিনি অর্থাৎ জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা। বলিউডে ডেবিউ করার পরই মায়ের সঙ্গে অভিনয় নিয়ে তাঁর তুলনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। শুধু অভিনয় নয়, জাহ্নবী নাকি শ্রীদেবী কে বেশি সুন্দরী, তা নিয়েও চর্চা হয়।
জাহ্নবী নিজে মনে করেন, মা তাঁর থেকে অনেক বেশি সুন্দরী ছিলেন। অফস্ক্রিনে খুব একটা মেকআপ করতেও পছন্দ করেন না জাহ্নবী। তাহলে তাঁর সুন্দর ত্বকের রহস্য কী? সে সব নিয়েই এবার প্রকাশ্যে মুখ খুলেছেন অভিনেত্রী।
জাহ্নবীর সাজেশন, প্রচুর জল খেতে হবে। তাহলেই শরীর ভিতর থেকে পরিষ্কার হবে। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে ত্বকেও। তিনি আরও মনে করেন, সব সময় মন ভাল রাখতে হবে। সেটাও নাকি সুন্দর ত্বকের গোপন রহস্য। জাহ্নবীর কথায়, “আপনি যখন ভাল থাকবেন, অর্থাৎ মন ভাল থাকবে, তখন সেই উজ্জ্বলতা ত্বকেও ধরা পড়বে। মুখে একটা আলাদা গ্লো থাকবে।”
আরও পড়ুন, প্রিয়ঙ্কাকে কেন পছন্দ হয়েছিল? প্রকাশ্যে মুখ খুললেন নিক
জাহ্নবীর আরও একটি সিক্রেট রয়েছে। তিনি জানিয়েছেন, ব্রেকফাস্টে ফল খাওয়া তাঁর দীর্ঘদিনের অভ্যেস। যে কয়েকটা ফলের টুকরো খাওয়ার পরও বাড়তি থাকে, তিনি সেটাই দুধ বা মালাইয়ের সঙ্গে মিশিয়ে মুখে মেখে নেন। আর আলাদা করে কোনও বিউটি ট্রিটমেন্টের দরকার হয় না বলেই জানিয়েছেন অভিনেত্রী।
পেশার খাতিরেই মেকআপ জাহ্নবীর দৈনন্দিন জীবনের অঙ্গ। তাই কাজের বাইরে মেকআপ না করাটাই তাঁর সুস্থ ত্বকের রহস্য।