Bhringraj Oil: খুশকির সমস্যায় ভুগছেন? এই তেলেই মিলবে রেহাই

Bhringraj Oil: ভৃঙ্গরাজে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নিয়মিত ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে চুলের ফলিকল মজবুত হয়। ফলে চুল পড়া বন্ধ হয় ও নতুন চুল গজায়। এছাড়া মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে এই ভেষজ তেল। ফলে চুল পড়া কম হয় এবং চুলের বৃদ্ধি থেকে ঘনত্ব বৃদ্ধি পেতে সাহায্য করে।

| Updated on: Feb 11, 2024 | 2:17 PM
শীত যেন চলে যেতে যেতেও ফিরে আসছে। তাপমাত্রার পারদ নামার সঙ্গে বইছে কনকনে হাওয়া। আর আর এই রুক্ষ-শুষ্ক হাওয়ার সরাসরি প্রভাব পড়ে শরীর-স্বাস্থ্যের উপর। বিশেষ করে, ত্বক রুক্ষ হয়ে যায়। ঠোঁট ফাটতে শুরু করে। তাই শীতকালে ত্বক, ঠোঁটের যত্ন নেওয়া খুব দরকার

শীত যেন চলে যেতে যেতেও ফিরে আসছে। তাপমাত্রার পারদ নামার সঙ্গে বইছে কনকনে হাওয়া। আর আর এই রুক্ষ-শুষ্ক হাওয়ার সরাসরি প্রভাব পড়ে শরীর-স্বাস্থ্যের উপর। বিশেষ করে, ত্বক রুক্ষ হয়ে যায়। ঠোঁট ফাটতে শুরু করে। তাই শীতকালে ত্বক, ঠোঁটের যত্ন নেওয়া খুব দরকার

1 / 8
আয়ুর্বেদ শাস্ত্রে ভেষজের রাজা হিসাবে পরিচিত ভৃঙ্গরাজ। চুল ও ত্বকের যে কোনও সমস্যার জন্য অব্যর্থ হল ভৃঙ্গরাজ তেল। এছাড়া শরীরে যে কোনও ধরনের প্রদাহ কমাতে, লিভার সুস্থ রাখতে, অনিদ্রা কমাতে এবং মানসিক সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে ভৃঙ্গরাজ

আয়ুর্বেদ শাস্ত্রে ভেষজের রাজা হিসাবে পরিচিত ভৃঙ্গরাজ। চুল ও ত্বকের যে কোনও সমস্যার জন্য অব্যর্থ হল ভৃঙ্গরাজ তেল। এছাড়া শরীরে যে কোনও ধরনের প্রদাহ কমাতে, লিভার সুস্থ রাখতে, অনিদ্রা কমাতে এবং মানসিক সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে ভৃঙ্গরাজ

2 / 8
ভৃঙ্গরাজে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নিয়মিত ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে চুলের ফলিকল মজবুত হয়। ফলে চুল পড়া বন্ধ হয় ও নতুন চুল গজায়।  এছাড়া মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে এই ভেষজ তেল। ফলে চুল পড়া কম হয় এবং চুলের বৃদ্ধি থেকে ঘনত্ব বৃদ্ধি পেতে সাহায্য করে

ভৃঙ্গরাজে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নিয়মিত ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে চুলের ফলিকল মজবুত হয়। ফলে চুল পড়া বন্ধ হয় ও নতুন চুল গজায়। এছাড়া মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে এই ভেষজ তেল। ফলে চুল পড়া কম হয় এবং চুলের বৃদ্ধি থেকে ঘনত্ব বৃদ্ধি পেতে সাহায্য করে

3 / 8
ভৃঙ্গরাজ তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে,যা খুশকি কমাতে সাহায্য করে। এ ছাড়া স্ক্যাল্পের নানাবিধ সংক্রমণ থেকেও রেহাই দেয়।

ভৃঙ্গরাজ তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে,যা খুশকি কমাতে সাহায্য করে। এ ছাড়া স্ক্যাল্পের নানাবিধ সংক্রমণ থেকেও রেহাই দেয়।

4 / 8
ভৃঙ্গরাজ তেল প্রদাহ কমাতে সাহায্য করে। এ ছাড়া একজিমা, ব্রণ, সোরিয়াসিস, ডার্মাইটিসের মতো অন্যান্য ত্বকের সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়

ভৃঙ্গরাজ তেল প্রদাহ কমাতে সাহায্য করে। এ ছাড়া একজিমা, ব্রণ, সোরিয়াসিস, ডার্মাইটিসের মতো অন্যান্য ত্বকের সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়

5 / 8
Bhringraj Oil: খুশকির সমস্যায় ভুগছেন? এই তেলেই মিলবে রেহাই

6 / 8
ভৃঙ্গরাজ তেল স্ক্যাল্পে মালিশ করলে পেশি শিথিল হয়। ফলে ঘুম হয়। মানসিক চাপও অনেকটা কমে

ভৃঙ্গরাজ তেল স্ক্যাল্পে মালিশ করলে পেশি শিথিল হয়। ফলে ঘুম হয়। মানসিক চাপও অনেকটা কমে

7 / 8
এই তেলে ডিটক্সিফিকেশন বৈশিষ্ট্য রয়েছে, যা লিভারের জন্য ভীষণ উপকারী। ভৃঙ্গরাজ পাতার রস লিভার টনিক হিসাবে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়।

এই তেলে ডিটক্সিফিকেশন বৈশিষ্ট্য রয়েছে, যা লিভারের জন্য ভীষণ উপকারী। ভৃঙ্গরাজ পাতার রস লিভার টনিক হিসাবে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়।

8 / 8
Follow Us: