গুমোট গরমে বাইরে বের হওয়ার সময় আন্ডারআর্মসে, ঘাড়ের পাশে একটু নামী- অনামী ব্র্যান্ডের ডিওডোরেন্টে স্প্রে করেই থাকি। কিন্তু জানেন কী, ডিওডোরেন্ট দিলে সটিক কাজ করে কখন? কোথায় কীভাবে দিলে সবচেয়ে উপকার মেলে, জানা আছে? ডিওডোরেন্ট কীভাবে কখন দিলে আপনি ভাল ফল পাবেন তা জেনে নিন এখানে…
১. গায়ের দুর্গন্ধ দূর করতে ডিওডোরেন্ট অধিকাংশই ব্যবহার করে থাকেন। কিন্তু এই সুগন্ধি ব্যবহারের সময় আমরা কিছু সাধারণ ভুল করেই থাকি। গায়ের মধ্যে জমে থাকা ঘাম ও ব্যাকটেরিয়া দূর করার জন্য আন্ডারআর্মসে খানিকটা নয়, বেশ ছড়িয়ে পছন্দের ডিওডোরেন্ট দিন।
২. শুধু আন্ডারআর্মসে নয়, কনুই, ঘাড়ের একপাশে, আন্ডারআর্মসের নীচের অংশেও দিন সুগন্ধী।
৩. শেভিং বা ট্রিমিংয়ের পর যত দ্রুত সম্ভব ব্যবহার পছন্দের ডিওডোরেন্ট ব্যবহার করেন? নিঃসন্দেহে ভুল কাজ করেন আপনি। এর ফলে জ্বালা ধরা, চুলকানি, র্যাসেসের মতো স্কিন ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে। শেভিং ও ট্রিমিংয়ের পর কিছুটা সময় পর সুগন্ধী দিতে পারেন।
৪. বছরে পর বছরে একই ধরণের ডিওডোরেন্ট ব্যবহার করার পর শরীরে জমে থাকা ঘাম ও ব্যাকটেরিয়া সেই সুগন্ধী দ্রুত গ্রহণ করে নিতে পারে। সম্ভব হলে সুগন্ধী পাল্টে ব্যবহার করুন।
৫. দিনে নয়, রাতের বেলায় ব্যতবহার করুন ডিওডোরেন্ট। শুতে যাওয়ার আগে শরীরে সুগন্ধী মাখুন। অনিদ্রা দূর করতে এই উপায় অনুসরণ করতে পারেন।