Hair Fall Reason: মেয়েদের টাক কেন হয় না? জানুন ডাক্তারের যুক্তি
আজকাল চুল পড়ার সমস্যা পুরুষ ও মহিলা নির্বিশেষে সকলেরই। যে কারণে পুরুষ ও মহিলারা চুল পড়ার (Hair Fall) সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য নানা পণ্য ব্যবহারও করেন। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, এত অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে কেন?

মাথাভর্তি ঘন ও কালো চুল কে না চায়! কিন্তু যদি লক্ষ্য করেন রোজ প্রচুর চুল উঠছে, ধীরে ধীরে টাক হওয়ার জোগাড় হচ্ছে, তা হলে বুঝতে হবে সাবধান হওয়ার সময় এসেছে। আজকাল চুল পড়ার সমস্যা পুরুষ ও মহিলা নির্বিশেষে সকলেরই। যে কারণে পুরুষ ও মহিলারা চুল পড়ার (Hair Fall) সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য নানা পণ্য ব্যবহারও করেন। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, এত অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে কেন? এই নিয়েই জানিয়েছেন বিশিষ্ট ডার্মাটোলজিস্ট কৌশিক লাহিড়ি।
মহিলাদের তুলনায় পুরুষদের চুল বেশি পড়ে। এ কথা জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ কৌশিক লাহিড়ি। এক ফেসবুক ভিডিয়োতে তিনি বলেন, “একটা জিনিস মাথায় রাখবেন, ইডেন গার্ডেন্সে যত মানুষ ধরে, তার থেকেও বেশি চুল মানুষের মাথায় থাকে। মানে প্রায় ১ লক্ষ চুল। ইডেন গার্ডেন্স থেকে ১০ জন বা ৫০ জন চলে গেলে বুঝতে পারবেন না। প্রতিদিন ১০০টা চুল পড়া সাধারণ। আর তেমনই রোজ ১০০টা চুলও গজানোও স্বাভাবিক।”
এরপরই ডক্টর কৌশিক বলেন, “ছেলে ও মেয়েদের চুল পড়ার কারণ কিন্তু আলাদা। ছেলেদের চুল পড়ার কারণ বেশিরভাগ সময়ই বংশগতি। মনে রাখবেন, প্রকৃতি চায় প্রতিটি পুরুষকে লালমোহনবাবু বানিয়ে দিতে। অর্থাৎ জটায়ু। মানে মাথার মাঝে কোনও চুল নেই, দুই সাইডে অল্প করে চুল রয়েছে। মেয়েদের ক্ষেত্রে আবার প্রকৃতি কারও টাক চায় না। তা হলে মেয়েদের চুল পড়ে কেন? রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যা, পরিবারের অন্য কারও থাকলে, কোনও স্ত্রীরোগ সংক্রান্ত কিছু সমস্যা থাকলে চুল পড়তে পারে। আসলে একটা কিছুর ঘাটতি আমরা খুঁজে বের করি। সেটা ঠিক করে দিতে পারলে মেয়েদের চুল পড়া বন্ধ হয়ে যায়।”
ডার্মাটোলজিস্ট কৌশিক লাহিড়ি মজার ছলে বলেন, “প্রকৃতি দেবী এক্ষেত্রে খুব একরোখা। মাঝে মাঝে ৭০ বছরের মহিলাদেরও খুব সুন্দর চুল থাকতে পারে। তবে ছেলেদের চুল নিয়ে অসুবিধা আছে।” সেইসঙ্গে ডাক্তার কৌশিক জানিয়েছেন, কখনও চুলে স্ট্রেটনিং, হেয়ার কালার করবেন না। তা হলে চুলের ক্ষতি হবে আর চুল পড়ে যাবে।
