AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garlic: রোজ এক কোয়া কাঁচা রসুন খেলে কী হয় জানেন?

Garlic: অনেকেই প্রতিদিন খাওয়ার সঙ্গে এক কোয়া বা দু কোয়া রসুন খান। প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার এই অভ্যাস ভাল না খারাপ? কোন সময়ে রসুন খাওয়া উচিত? খালি পেটে, রান্নার সঙ্গে নাকি কাঁচা? রসুন খেলে কী হয়?

| Updated on: Aug 10, 2025 | 3:04 PM
Share
কিছু অভ্যাস আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও প্রতিদিনের জীবনযাপনে বড় প্রভাব ফেলে। যেমন ধরুন অনেকেই প্রতিদিন খাওয়ার সঙ্গে এক কোয়া বা দু কোয়া রসুন খান। প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার এই অভ্যাস ভাল না খারাপ? কোন সময়ে রসুন খাওয়া উচিত? খালি পেটে, রান্নার সঙ্গে নাকি কাঁচা? রসুন খেলে কী হয়?

কিছু অভ্যাস আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও প্রতিদিনের জীবনযাপনে বড় প্রভাব ফেলে। যেমন ধরুন অনেকেই প্রতিদিন খাওয়ার সঙ্গে এক কোয়া বা দু কোয়া রসুন খান। প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার এই অভ্যাস ভাল না খারাপ? কোন সময়ে রসুন খাওয়া উচিত? খালি পেটে, রান্নার সঙ্গে নাকি কাঁচা? রসুন খেলে কী হয়?

1 / 8
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় - রসুনে অ্যালিসিন (Allicin)-এর মতো উপাদান থাকে, যা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল গুণসম্পন্ন। নিয়মিত খেলে সর্দি-কাশি, ফ্লু এবং ছোটখাটো সংক্রমণের বিরুদ্ধে শরীরকে সুরক্ষা দেয়।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় - রসুনে অ্যালিসিন (Allicin)-এর মতো উপাদান থাকে, যা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল গুণসম্পন্ন। নিয়মিত খেলে সর্দি-কাশি, ফ্লু এবং ছোটখাটো সংক্রমণের বিরুদ্ধে শরীরকে সুরক্ষা দেয়।

2 / 8
২. হার্ট ভাল রাখে - রসুন এলডিএল (খারাপ) কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমায় এবং সামান্য এইচডিএল (ভাল) কোলেস্টেরল বাড়ায়। এটি রক্তনালীর স্থিতিস্থাপকতা উন্নত করে এবং ধমনিতে প্লাক জমা কমায়, ফলে হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।

২. হার্ট ভাল রাখে - রসুন এলডিএল (খারাপ) কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমায় এবং সামান্য এইচডিএল (ভাল) কোলেস্টেরল বাড়ায়। এটি রক্তনালীর স্থিতিস্থাপকতা উন্নত করে এবং ধমনিতে প্লাক জমা কমায়, ফলে হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।

3 / 8
৩. রক্তচাপ নিয়ন্ত্রণ করে - গবেষণায় দেখা গেছে, রসুন উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে, কারণ এটি রক্তনালী শিথিল করে ও রক্ত সঞ্চালন উন্নত করে। উচ্চ রক্তচাপে ভোগা মানুষের জন্য এটি বিশেষভাবে উপকারী, যা হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস করে।

৩. রক্তচাপ নিয়ন্ত্রণ করে - গবেষণায় দেখা গেছে, রসুন উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে, কারণ এটি রক্তনালী শিথিল করে ও রক্ত সঞ্চালন উন্নত করে। উচ্চ রক্তচাপে ভোগা মানুষের জন্য এটি বিশেষভাবে উপকারী, যা হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস করে।

4 / 8
৪. প্রদাহ কমায় - দীর্ঘস্থায়ী প্রদাহ আর্থ্রাইটিস, ডায়াবেটিস এমনকি কিছু ধরনের ক্যানসারের সঙ্গেও সম্পর্কিত। রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগ শরীরে প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে। এতে ব্যথা ও ফোলাভাব নিয়ন্ত্রণে আসে।

৪. প্রদাহ কমায় - দীর্ঘস্থায়ী প্রদাহ আর্থ্রাইটিস, ডায়াবেটিস এমনকি কিছু ধরনের ক্যানসারের সঙ্গেও সম্পর্কিত। রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগ শরীরে প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে। এতে ব্যথা ও ফোলাভাব নিয়ন্ত্রণে আসে।

5 / 8
৫. মস্তিষ্কের সুরক্ষা দেয় - রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস ও বয়সজনিত ক্ষতি থেকে রক্ষা করে। কিছু গবেষণায় জানা গেছে, এটি মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়িয়ে আলঝাইমার ও ডিমেনশিয়া-র মতো স্নায়বিক রোগের ঝুঁকি কমাতে পারে।

৫. মস্তিষ্কের সুরক্ষা দেয় - রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস ও বয়সজনিত ক্ষতি থেকে রক্ষা করে। কিছু গবেষণায় জানা গেছে, এটি মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়িয়ে আলঝাইমার ও ডিমেনশিয়া-র মতো স্নায়বিক রোগের ঝুঁকি কমাতে পারে।

6 / 8
মনে রাখবেন, প্রতিদিন রসুন খাওয়া উপকারী হলেও অতিরিক্ত খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই পরিমিত মাত্রায়, অর্থাৎ দৈনিক ১–২ কোয়ার বেশি না খাওয়াই ভাল। পেট গরম হলে বা শরীর গরম হয়ে গেলে কটা দিন রসুন খাওয়া থেকে বিরত থাকা ভাল।

মনে রাখবেন, প্রতিদিন রসুন খাওয়া উপকারী হলেও অতিরিক্ত খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই পরিমিত মাত্রায়, অর্থাৎ দৈনিক ১–২ কোয়ার বেশি না খাওয়াই ভাল। পেট গরম হলে বা শরীর গরম হয়ে গেলে কটা দিন রসুন খাওয়া থেকে বিরত থাকা ভাল।

7 / 8
রসুন খেলে শরীরের  তাপমাত্রাও বৃদ্ধি পায়। তাই শীত প্রধান অঞ্চলে যাঁদের বাস তাঁদের জন্য উপকারী হতে পারে রসুন। অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

রসুন খেলে শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পায়। তাই শীত প্রধান অঞ্চলে যাঁদের বাস তাঁদের জন্য উপকারী হতে পারে রসুন। অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

8 / 8