সংসারে শ্রীবৃদ্ধি চান? সিঁড়ির তলায় ভুলেও রাখবেন না এসব
আজকাল বেশিরভাগ মানুষই থাকেন ফ্ল্যাটে। খুব কম বাড়িতেই দেখা যায় সিঁড়ির ব্যবহার। তবে বাস্তুতন্ত্র বলছে, যদি ঘরে একটা ছোট্ট সিঁড়িও থাকে, তাহলে তা ঘরে শ্রীবৃদ্ধি।

আজকাল বেশিরভাগ মানুষই থাকেন ফ্ল্যাটে। খুব কম বাড়িতেই দেখা যায় সিঁড়ির ব্যবহার। তবে বাস্তুতন্ত্র বলছে, যদি ঘরে একটা ছোট্ট সিঁড়িও থাকে, তাহলে তা ঘরে শ্রীবৃদ্ধি। কিন্তু এর সঙ্গে একটা সাবধানবাণীও শুনিয়েছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, সিঁড়ি থাকলে, ভুলেও সিঁড়ি নিচে কয়েকটি জিনিস রাখা খুবই অমঙ্গলজনক।
সিঁড়ির নিচে ঠাকুর ঘর থাকলে আজই ঠাকুর ঘরের জায়গা বদলান। নাহলে সংসারে অশান্তি কখনই কমবে না।
সিঁড়ির নিচে বসার ব্যবস্থা এক্কেবারেই করবেন না। সিঁড়ির বসার ব্যবস্থা থাকলে, আপনার সংসারে শরীর খারাপ লেগেই থাকবে।
সিঁড়ির নিচে অনেকেই ছোট বিছানা পেতে শোওয়ার বন্দোবস্ত করেন। কিন্তু এখানে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আর্থিক কষ্টও বাড়তে পারে।
সিঁড়ির নিচে জল কিংবা ইলেকট্রনিক্স জিনিসপত্র ভুলেও রাখবেন না। তাতে আপনার ক্ষতি হতে পারে।
