প্রতিদিনের জীবনে অনেককেই চড়া মেকআপ করতে হয় পেশার খাতিরে। অনেকে আবার মেকআপ করতে পছন্দও করেন। কিন্তু চড়া মেকআপে ত্বক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই সঠিক ভাবে মেকআপ তুলে ফেলা অত্যন্ত প্রয়োজন। ঘরোয়া পদ্ধতিতেই মেকআপ তুলে ত্বকের পরিচর্যা করতে পারেন আপনি।
কী কী করবেন?
১। তুলোর মধ্যে অল্প ক্লেনজার নিয়ে মুখ পরিষ্কার করে নিন। অল্প গোলাপ জল, নারকেল তেল বা অলিভ ওয়েল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিন ক্লেনজার।
২। যদি ক্লেনজার কিনে ব্যবহার করেন তাহলে মিল্ক বেসড ক্লেনজার কিনুন। ঘরোয়া পদ্ধতিতে মুখ পরিষ্কার করতে চাইলে কাঁচা দুধ (ঠান্ডা) সবচেয়ে ভাল। প্রথমে তুলো দুধে ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
৩। যাঁরা আই মেকআপের ক্ষেত্রে বেশি নজর দেন তাঁরা চোখের মেকআপ তোলার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিন। কোনও ময়শ্চারাইজার বা ক্রিম ব্যবহার করতে পারেন কাজল, লাইনার, মাস্কারা, আইশ্যাডো এসব তোলার ক্ষেত্রে।
৪। ক্লেনজার হোক বা অন্য কিছু, যা কিছু দিয়েই মুখ পরিষ্কার করুন সব শেষে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। তারপর নরম তোয়ালে বা গামছা দিয়ে আলতো করে চেপে চেপে মুখ মুছে নিন। একেবারেই মুখের চামড়া ঘষে মুছবেন না। এতে ত্বকের ক্ষতি হয়।
৫। মুখ পরিষ্কার করার আগে ভাল করে জল দিয়ে হাত ধুয়ে নিন। যাঁরা মেকআপ করেন না তাঁরা শুধু জল আর ফেসওয়াশ দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। তবে ফেসওয়াশ ব্যবহার করলে অবশ্যই তারপর মুখে ময়শাচারাইজার বা ক্রিম লাগাতে হবে। নাহলে চামড়া রুক্ষ হয়ে যাবে।
৬। মেকআপ তোলার ক্ষেত্রে টিস্যু পেপারের বদলে তুলো ব্যবহার করুন। ওই তুলো জল বা ক্লেনজারে ভিজিয়ে নিয়ে ব্যবহার করাই ত্বকের পক্ষে ভাল। মুখের মেকআপ সম্পূর্ণ উঠে গেলে অবশ্যই ক্রিম বা ময়শ্চারাইজার ম্যাসাজ করুন।