How To Clean AC At Home: একটানা এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? ১ টাকাও খরচ না করে নিজেই এসি পরিষ্কার করুন

megha |

May 01, 2024 | 12:30 PM

Air Conditioner Cleaning Tips: এসি ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন রাখছেন কি? গরমে এসি যত বেশি পরিষ্কার রাখবেন, ঘর তত ভাল ঠান্ডা হবে। আর প্রতিবার সার্ভিসিংয়ের জন্য কেন লোক ডাকবেন? সহজ টোটকা মেনে নিজে হাতেই এসি পরিষ্কার করে নিন। এক পয়সাও খরচ হবে না।

How To Clean AC At Home: একটানা এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? ১ টাকাও খরচ না করে নিজেই এসি পরিষ্কার করুন

Follow Us

কাঠফাটা রোদ্দুর, তীব্র গরম। এসি ছাড়া যেন এক মুহূর্ত চলা যাচ্ছে না। রাস্তায় বেরোলে খুঁজছেন এসি বাস। অফিসে যদিও গরমের কোনও ব্যাপার নেই। আবার রাতেও সারারাত এসি চালিয়ে ঘুমোচ্ছেন। আজকাল অনেকেই দুপুরের গরমও সহ্য করতে না পেরে ঘরে এসি চালিয়ে ফেলছেন। আবার কারও বাড়িতে দিনের বেশিরভাগ সময়ই এসি চলছে। ঘণ্টার পর ঘণ্টা এসি চলছে। ইলেকট্রিকের বিলও আছে অনেক। কিন্তু এসি ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন রাখছেন কি? গরমে এসি যত বেশি পরিষ্কার রাখবেন, ঘর তত ভাল ঠান্ডা হবে। আর প্রতিবার সার্ভিসিংয়ের জন্য কেন লোক ডাকবেন? সহজ টোটকা মেনে নিজে হাতেই এসি পরিষ্কার করে নিন।

যে টোটকায় এসির ইনডোর ইউনিট পরিষ্কার করবেন:

১) এসি পরিষ্কার শুরু করার আগে বাড়ির পাওয়ার সাপ্লাই বন্ধ করে নিন।

২) প্রথমে এসির ফিল্টারটা বের করে নিন। এসির ইউনিটে একাধিক ফিল্টার থাকলে, সেগুলোও একে একে বের করে নিন।

৩) একটি টুথব্রাশের সাহায্যে ইভাপোরেটরটি আস্তে আস্তে পরিষ্কার করুন। এতে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। এই কাজটি করার সময় সতর্ক থাকুন। ইভাপোরেটরের পাখায় হাতে আঘাত লেগে যেতে পারে। একটি কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিন।

৪) ফিল্টারগুলিকে পরিষ্কার করতে জলের কল বা ট্যাপের নিচে রাখুন। জলের স্রোতে ফিল্টারগুলি নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে।

৫) ফিল্টারগুলিকে খোলা হাওয়ায় রেখে দিন। এতে শুকিয়ে যাবে। ফিল্টারগুলো শুকিয়ে গেলে পুনরায় সেগুলোকে এসির ইউনিটে লাগিয়ে দিন। এরপর প্যানেলটি বন্ধ করে দিন। পরিষ্কার হয়ে গেল আপনার এসি।

যে টোটকায় এসির আউটডোর ইউনিট পরিষ্কার করবেন:

১) যে ফিউজ় এসি নিয়ন্ত্রণ করে, সেটিকে প্রথমেই বন্ধ করে দিন।

২) এসির উপরের কনডেনসার ফিনটি ভ্যাকুম করুন। এখান থেকে ময়লা বের করার জন্য সফট ভ্যাকুম যুক্ত অ্যাটাচমেন্ট ব্যবহার করুন।

৩) বাইরের ইউনিটটা আরও ভাল করে পরিষ্কারের জন্য উপরের গ্রিল ও পাওয়ারের সংযোগ আলাদা না করেই ফ্যানটি সরিয়ে দিন। এবার ফ্যানটি কাপড় দিয়ে মুছে নিন। এতে ধুলোময়লা পরিষ্কার হয়ে যাবে।

৪) জল দিয়ে খালি এয়ার কন্ডিশনার ইউনিটের ভিতরটা পরিষ্কার করে নিন। এবার ইউনিটটি পাখার তলায় রেখে শুকিয়ে নিন। কাজ শেষ।

Next Article