বাড়িতে নিয়মিত কাঁসার-পিতলের বাসন ব্যবহার হয় না। সাধারণ পুজো বা বিশেষ কোনও অনুষ্ঠান থাকলেই বের করা হয় এসব বাসন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এসব বাসন পরিষ্কার করা। সাধারণ বাসন মাজার সাবান দিয়ে পিতল-কাঁসারের বাসন পরিষ্কার করা যায় না। এসব বাসনে পড়া কালচে দাগ তুলতে ঘরোয়া টোটকারই সাহায্য নিতে হবে। সাধারণ উপকরণ দিয়ে কীভাবে তামা, রুপো, পিতল-কাঁসারের বাসন পরিষ্কার করবেন, রইল সহজ টিপস।
পিতলের বাসন: পঞ্চপ্রদীপ থেকে শুরু করে দেবীরমূর্তি—অনেক জিনিসই পিতলের তৈরি হয়। এগুলোও পরিষ্কার করতে কালঘাম ছোটে। এগুলোও পরিষ্কার করা জরুরি। পিতলের বাসন ঝকঝকে করে তুলতে ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করুন। একটি বাটিতে এই দুই উপকরণ মিশিয়ে নিন। এতে স্পঞ্জ ডুবিয়ে বাসনে মাখিয়ে নিন। পনেরো মিনিট পর ধুয়ে নিন।
কাঁসার বাসন: বাড়িতে কাঁসারের বাসনের পরিমাণ বেশি? কাঁসা, তামার বাসন পরিষ্কারের করতে কাজে লাগাতে পারেন সামান্য নুন ও পাতিলেবুর রস। পাতিলেবু দু’টুকরো করে কেটে নিন। এতে নুন মাখিয়ে নিন। এবার এটা দিয়ে বাসন মেঝে নিন। লেবুর রস ও নুন বাসনে ২০ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে নিন।
তামার বাসন: তেঁতুল দিয়েও বাসন মাজা যায়। এই ঘরোয়া টোটকা দুর্দান্ত ফল দেয়। এক কাপ জলে তেঁতুল আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর ওই তেঁতুল দিয়ে বাসন মেখে নিন। তেঁতুলের কাথ্ব কিছুক্ষণ বাসনে মাখিয়ে রেখে দিন। এরপর বাসন মাজার জালি দিয়ে বাসন মেজে নিন। জল দিয়ে ধুয়ে নিলেই চকচক করবে তামার বাসন।
রুপোর বাসন: রুপোর বাসন মাঝেমধ্যেই ব্যবহার করেন? এই ধরনের বাসন পরিষ্কারে কাজে আসে ছাই। ছাই স্ক্রাব হিসেবে কাজ করে। ছাই দিয়ে ঘষে মেজে নিন রুপোর বাসন। জল দিয়ে ধুয়ে সুতির কাপড় মুখে নিন। হাতের কাছে ছাই না থাকলে টুথপেস্ট দিয়েও রুপোর বাসন মাজতে পারেন। এতেও রুপোর বাসন নতুন মতো ঝকঝকে হয়ে উঠবে।