বাইক সফরে স্বাচ্ছন্দ্য বোধ করেন? অতি অবশ্যই সঙ্গে রাখবেন কী কী, জেনে নিন

Sohini chakrabarty |

Feb 01, 2021 | 7:50 PM

বাইকে ট্রিপ মানেই আপনার সঙ্গে থাকুক হেলমেট। বিনা হেলমেটে একেবারেই যাতায়াত করবেন না।

বাইক সফরে স্বাচ্ছন্দ্য বোধ করেন? অতি অবশ্যই সঙ্গে রাখবেন কী কী, জেনে নিন
বাইক চালানোর জন্য প্রয়োজনীয় নথিপত্রও সঙ্গে রাখুন।

Follow Us

আজকাল অনেকেই চারচাকার তুলনায় দু’চাকার যানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইচ্ছেমতো মোটরবাইক নিয়ে এদিক-ওদিক বেরিয়ে পড়লেই হয়। ছোটখাটো একটা সোলো ট্রিপ অনায়াসেই করে ফেলতে পারেন বাইক প্রেমীরা। কিন্তু এক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। বিশেষ করে যাঁরা সোলো ট্রিপে যাবেন তাঁদের কয়েকটি ব্যাপারে খেয়াল রাখতে হবে।

১। আবহাওয়া বরাবরই খামখেয়ালি হয়। ‘বিন মৌসম বারিষ’ অর্থাৎ মরশুম ছাড়াও আচমকা বৃষ্টি হয়েই থাকে অনেকসময়। তাই আগে থেকে আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। সেই মতো সঙ্গে রাখুন রেনকোট এবং বাইক ঢেকে রাখার জন্য কভার শিট।

২। রাতের বেলা বাইক নিয়ে সফর করলে অবশ্যই বাইকে লাগান সাদা এবং নীল প্রোজেক্টর লাইট।

৩। বাইকে ট্রিপ মানেই আপনার সঙ্গে থাকুক হেলমেট। বিনা হেলমেটে একেবারেই যাতায়াত করবেন না।

৪। বাইকে সফর করলেও সঙ্গে রাখুন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। যেমন দরকারি ওষুধ, ফোনের চার্জার, শুকনো খাবার। পিঠে কোন ব্যাগপ্যাক নিলে তার ওজন হাল্কা রাখুন। এছাড়া অন্যান্য জিনিস আলাদা ব্যাগে করে বাইকের সঙ্গে বেঁধে নিতে পারেন।

৫। বাইক চালানোর জন্য প্রয়োজনীয় নথিপত্রও সঙ্গে রাখুন।

৬। বাইক চালানোর জন্য প্রয়োজন জিপিএস। হাতে নিয়ে ফোন থেকে জিপিএস দেখা অসুবিধার। তাই বাইকে লাগান উপযুক্ত হোল্ডার। ফোনের মাপ অনুযায়ী ফোল্ডারের মাপ হতে হবে। এই হোল্ডারের সঙ্গে ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থাও থাকে। তাই একটি জিনিসেই যাতে দু’ধরণের কাজ করা সম্ভব হয় সেইরকম হোল্ডার কিনুন।

Next Article