প্যানডেমিক ফ্যাশন ট্রেন্ড (2020 fashion trend)। ২০২০তে যা যা নতুন জিনিস শিখলেন, তার মধ্যে এটাও একটা। করোনা আতঙ্ক ছিল গোটা বছর জুড়ে। এখনও সেই আতঙ্ক রয়েছে। এর মধ্যেও ফ্যাশনিস্তারা খুঁজে নিয়েছেন নিজস্ব স্টাইল। প্যানডেমিক ফ্যাশন ট্রেন্ডে উঠে এসেছে রকমারি মাস্ক (mask), ফেস শিল্ড (face shield)।
কখনও কলমকারি প্রিন্ট, কখনও ইক্কত, কখনও বা আজরক প্রিন্টের মাস্ক পোশাকের সঙ্গে মিলিয়ে পরার ট্রেন্ড শুরু হয়েছে। বিশেষজ্ঞরা সংক্রমণ আটকাতে ত্রিস্তরীয় মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই পরামর্শ অনেকেই ফ্যাশন করার সময় আর মনে রাখেননি। বরং পোশাকের সঙ্গে কনট্রাস্টে বেছে নিয়েছেন নরম কাপড়ের মাস্ক। পার্টি বা বিয়েবাড়ির জন্য এমব্রয়ডারি করা সিল্কের মাস্কও ব্যবহার করছেন অনেকে। কিন্তু শেষ বেলায় বাজিমাৎ করেছে ট্রান্সপারেন্ট মাস্ক।
মাস্ক জীবনের অঙ্গ হয়ে যাওয়ার পর লিপস্টিকগুলো মেকআপ বক্সের এক কোণে পড়েছিল। ঠোঁটের চারপাশে মেকআপ করলেও তা বৃথা। সেই সমস্যার কিছুটা সমাধান করেছে এই ট্রান্সপারেন্ট মাস্ক। মেকআপও নষ্ট হওয়ার সম্ভবনা কম। আবার পছন্দের লিপস্টিকও পরা যাচ্ছে। সেলেব হোক বা সাধারণ মানুষ- সকলের কাছেই এই ট্রান্সপারেন্ট মাস্কের চাহিদা তুঙ্গে। কেউ বা মাস্ক নয়। শুধুমাত্র ফেস শিল্ড ব্যবহার করছেন। ২০২০-র শেষ লগ্নে সেটাই ট্রেন্ড।
প্রিয়ঙ্কা চোপড়ার পছন্দ এমনই ট্রান্সপারেন্ট ফেসশিল্ড। সঙ্গে আবার চশমাও পরেছিলেন তিনি। এতে স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর মুখ। একইসঙ্গে মেকআপেরও কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন, বাজেট শেষ, বছর শেষের পার্টিতে ফ্যাশন করবেন কীভাবে?
সায়ামি খের এখন ওয়েব দুনিয়ার পরিচিত নাম। করোনা আতঙ্কের মধ্যে তিনিও ফেস শিল্ড এবং সুইমিংয়ের চশমা পরে ছবি শেয়ার করেছিলেন।
সানি লিওন নিজেকে সাজিয়েছেন ট্রান্সপারেন্ট মাস্কে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে নিজেকে ফেস শিল্ডে সাজিয়েছিলেন অমিতাভ বচ্চনও। তাই করোনা আতঙ্কের মধ্যেও যদি ফ্যাশন করতেই চান, ট্রান্সপারেন্ট ফেস মাস্ক এবং ফেস শিল্ড সংগ্রহে রাখতেই হবে।