আলিয়া ভট্টের মিনিম্যাল মেক-আপ এবং গ্লোয়িং স্কিন সবারই নজর কাড়ে। সেক্ষেত্রে হালকা মেক আপ আর ব্লাসে কীভাবে দুর্দান্ত দেখানো যায়, তা আমাদের শিখতেই হবে আলিয়ার মেক-আপ থেকে। সামনেই ডেট, আপনার পার্টনারের কাছে আপনি নিজেকে স্পেশাল দেখাতে চান? আপনার জন্য রইল ‘পটাকা গুড্ডি’র ৫টা মেক-আপ হ্যাকস।
১) রোজ বাইরে থেকে ফিরে অবশ্যই মুখ ফেস ওয়াস দিয়ে ক্লিন করে নিন। এবার শুকনো স্কিনের প্রয়োজন ময়শ্চারাইজার। সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করুন প্রত্যেকবার ফেস ওয়াসের পর।
২) আপনার মুখের ড্রাই এবং অপেক্ষাকৃত শ্যামলা চামড়ায় লিকুইড কনসেলর ব্যবহার করুন। ভাল করে বসিয়ে নিন অন্য মেকআপের আগে।
৩) ৩ শেডের ফাউন্ডেশন প্রয়োজন মতো ব্যবহার করে ভাল করে ব্লেন্ড করে নিন। থুতনি, নাক এবং গালে ভাল করে ব্লাস ব্যবহার করে ব্লেন্ড করে নিন।
৪) আপনার কপালের অংশে আলাদা করে হাইলাইটার ব্যবহার করে ব্লেন্ড করে নিন। এছাড়া চিকবোনে হাইলাইটার দিলে উজ্জ্বল এবং মিষ্টি দেখাবে আপনাকে।
৫) এবার চোখের মেক আপে আসা যাক। চোখের উপর-নীচে হালকা পিঙ্ক আই স্যাডো দিয়ে ভাল করে ব্লেন্ড করে দিন প্রথমে। তারপরে গাঢ় পিঙ্ক আই স্যাডো দিয়ে মিলিয়ে দিন শেষটা। এরপর চোখের শেষটা হালকা ক্যাটআই ধরণের আইলাইনার দিয়ে, ভাল করে মাসকারা দিয়ে চোখের পাতাগুলো প্রকট করে শেষ করুন আই মেকআপ। পাশাপাশি হালকা পিঙ্ক লিপস্টিক আপনাকে স্নিগ্ধ দেখাবে।
প্যান্ডেমিকের পরে পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সেজেগুজে চলে যান আপনার পার্টনারের সঙ্গে। আপনার ডেট হোক সাকসেসফুল।