Bengali Actress: বয়সের কাঁটা ছুঁয়েছে চল্লিশ, রূপের ছটায় ষোড়শীদের লজ্জায় ফেলে দেবেন এই নায়িকারা
Fashion Tips: ৮-৮০ পুরুষদের হৃদয়ে হিল্লোল তুলতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ধারেকাছে কেউ নেই। স্বস্তিকার শরীরী আবেদন, স্টাইল, ফ্যাশন এবং ছবি দেখে বোঝার জো নেই যো তিনি চল্লিশ বেশ কিছু বছচর আগেই পেরিয়ে এসেছেন
কথায় বলে চল্লিশে চালশে। মেয়েরা নাকি ৪০ হলেই বুড়িয়ে যায়। চুলে অল্প অল্প পাক ধরে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, যৌন ইচ্ছে কমতে থাকা সব মিলিয়ে মেয়েরা যেন ঝিমিয়ে পড়ে। এই সব মিথের দিন এখন অতীত। মেয়েরা নিজেদের বয়স বলতে লজ্জা পান না এমনকী লুকিয়ে রাথারও চেষ্টা করেন না। সগর্বে নিজের বয়স বলেন। নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসেন। ৩০ এর আগে নৈব নৈব চ। চল্লিশ পেরিয়ে অজস্র মেয়ে এখন মা হচ্ছেন। তাই ৩০ পেরিয়ে গেল কেন এখনও মা -হচ্ছেন না এই সব প্রশ্নে মেয়েরা একেবারেই পাত্তা দেন না। নিয়মিত শরীরচর্চা, রূপচর্চা সকলেই করেন। আর তাই ত্বক বুড়িয়ে যায় না, উজ্জ্বলতাও বজায় থাকে। দেহের বয়স বাড়ছে বাড়ুক কিন্তু মনের বয়স বাড়তে দিও না- এটাই হল নিজের বয়স আটকে রাখার মূল মন্ত্র।
নায়িকারা নাকি নিজেদের বয়স বলতে চান না, বিয়ে-সন্তানের পর কাজ কম পান, তাঁদের চাহিদা কমে যায় আর বয়স ৩০ পেরোলেই পছন্দের তালিকায় ক্রমশ তাঁরা নীচে নামতে শুরু করেন। এই সব ধারণা যে সম্পূর্ণ ভাবে ভুল তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন এই টলি তারকারা। চল্সিশ পেরিয়েও তাঁদের যে রূপের ছচা তাতে বলে বলে গোল দেবেন ১৬ বছরের মেয়েদের। তাঁরা হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়. পাওলি দাম, মোনামী ঘোষ এবং জয়া আহসান। এই তালিকা মোটেই ছোট নয়, আরও অনেকেি আছেন। তবে রোজ রোজ ফ্যাশন, পোশাক, গ্ল্যামারে এই নায়িকাদের ধারে কাছো পৌঁছনো খুবই চাপ।
ওপার বাংলার অভিনেত্রী জয়া আহসান এবার বাংলাতেও চুটিয়ে কাজ করেন। জয়ার শরীরে অতিরিক্ত মেদ নেই। নিয়মিত ডায়েট আর শরীরচর্চার গুণে তাঁর রূপ সাবণ্য যেন ফেটে পড়ছে। পোশাক নিয়ে প্রচুর রকম এক্সপেরিমেন্ট করেন তিনি। সাহসী বোল্ড লুকে জয়াকে টেক্কা দেওয়া ভার।
৮-৮০ পুরুষদের হৃদয়ে হিল্লোল তুলতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ধারেকাছে কেউ নেই। স্বস্তিকার শরীরী আবেদন, স্টাইল, ফ্যাশন এবং ছবি দেখে বোঝার জো নেই যো তিনি চল্লিশ বেশ কিছু বছচর আগেই পেরিয়ে এসেছেন। তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই। তার ছবি দেখার আশায় বসে থাকে অগুণতি ভক্ত।
ফ্যাশন থেকে নিজের ভাবনা- বরাবরই খোলামেলা কথা বলতে ভালবাসেন পাওলি দাম। আর তাই বরবরই সংবাদ শিরোণামে থাকেন পাওলি। যে কোনও রকম পোশাক পরতে পারেন পাওলি। নেই কোনও ছুঁতমার্গও। আর তাই কাঁধোলা কালো গাউনে পাওলি অনায়াসে টেক্কা দেবেন এখনকার মেয়েদের।
আজ থেকে ২০ বছর আগে যেমন ছিলেন এখনও ঠিক তেমনটাই রয়ে গিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। মেদহীন ছিপছিপে শরীর, মেদ বলে কিছুি নেই, অনেকটা কোরিয়ান অভিনেত্রীদের মত মিল পাওয়া যায় মনামীর সঙ্গে। আর ফ্যাশন পোশাক নিয়ে নানা এক্সপেরিমেন্টও করেন তিনি।
সমাজের মুখে ধুনো দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন চল্লিশ পেরনো এই নারীরা। আপনিও নাম লেখাবেন নাকি এই দলে!