Recycling And Fashion: মায়ের ফেঁসে যাওয়া সিল্কের শাড়ি ফেলে দেওয়ার আগে একবার ভাবুন, স্কার্ফ-ব্যাগে দিব্যি স্টাইল করতে পারবেন

Fashion Tips: সিল্কের শাড়ি যদি ফেঁসে যায় তাহলে তা ফেলে না দিয়ে নানা ভাবে কাজে লাগাতে পারেন। পুরনো সিল্ক শাড়ি দিয়ে পালাজো প্যান্ট কিংবা এ লাইন স্কার্ট বানিয়ে নিতে পারেন। এতে দেখতে খুবই সুন্দর লাগে

Recycling And Fashion: মায়ের ফেঁসে যাওয়া সিল্কের শাড়ি ফেলে দেওয়ার আগে একবার ভাবুন, স্কার্ফ-ব্যাগে দিব্যি স্টাইল করতে পারবেন
পুরনো শাড়ি দিয়ে এভাবেই ফ্যাশন করুন
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 5:24 PM

সিল্কের শাড়ির আলাদা একটা আভিজাত্য রয়েছে। যতই পুরনো হোক না কেন এই শাড়ি কোনও দিন পুরনো হয় না। বরং দিনের পর দিন সেই শাড়ির কদর বাড়ে। আর পুরনো দিনের সিল্কের রং, ডিজাইনের কোনও তুলনা নেই। বিশেষত বেনারসি। আগেকার দিনে বেনারসির ডিজাইন রং এত সুন্দর হত যে চোখ ফেরানো যেত না। এখন অবশ্য সেই রং কোয়ালিটি কোনওটাই পাওয়া যায় না। পিওর সিল্ক, কাতান সিল্ক এসব আগে যত ভাল পাওয়া এবং খাঁটি পাওয়া যেত এখন আর তেমন পাওয়া যায় না। খাঁটি সিল্ক হলে বছরের পর বছর তা ভাল থাকে। যত্ন নিয়ে রোদ খাওয়ালে সহজে ফেঁসে যায় না। আর এখনকার সিল্ক বছর ১০ যেতে না যেতেই নষ্ট হয়ে যায়।

সিল্কের শাড়ি যদি ফেঁসে যায় তাহলে তা ফেলে না দিয়ে নানা ভাবে কাজে লাগাতে পারেন। পুরনো সিল্ক শাড়ি দিয়ে পালাজো প্যান্ট কিংবা এ লাইন স্কার্ট বানিয়ে নিতে পারেন। এতে দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়াও সিল্কের ঘাগরা দেখতেও লাগে ভীষণ সুন্দর। এখন কো-অড সেট ভীষণ ইন ফ্যাশনে। সিল্কের শাড়ি দিয়ে এরকম কোনও কো-অডও বানিয়ে নিতে পারেন। এছাড়াও পুরনো সিল্কের শাড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন স্কার্ফও। স্কার্ফ এখন ফ্যাশনে ইন। গরমের দিনে এই স্কার্ফ খুবই কাজের। এমনকী অনেক অস্বস্তিকর পরিস্থিতির হাত থেকেও বাঁচায় এই স্কার্ফ। ওয়েস্টার্ন বেশ কিছু পোশাকের সঙ্গে এই স্কার্ফ দেখতে বেশ লাগে।

সিল্কের কাপড় দিয়ে স্টাইলিশ ব্যাগও বানিয়ে নিতে পারেন। টোটে ব্যাগ থেকে শুরু করে পাউচ, স্লিং ব্যাগ সব কিছুই বানানো যায় এই পুরনো সিল্ক শাড়ি দিয়ে। এই সিল্কের উপর সুতো দিয়ে এমব্রয়ডারিও করতে পারেন। এতে দেখতে ভীষণ ক্লাসিক লাগে। এমন হাতে বানানো ব্যাগ উপহারেও দিতে পারেন। ব্যাগ বা স্কার্ফ বানানোর পর যে সব টুকরো কাপড় রয়ে যায় তা দিয়ে বানিয়ে নিতে পারেন ল্যাম্পশেড। মাউন্টেন বোর্ড দিয়ে পছন্দের শেপ দিয়ে তার উপর এই কাপড় মুড়িয়ে দিন। এছাড়াও টেবিলে সুন্দর করে পুরনো সিল্ক পেতে রাখতে পারেন। সব মিলিয়ে একাধিক উপায়ে ব্যবহার করতে পারেন পুরনো এই শাড়ি।