Hiia Dey: এই ছোট্ট মেয়েটির ফ্যাশন নিয়ে আজকাল বেশ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়, আপনি চিনতে পারলেন কি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 24, 2023 | 12:30 PM

Summer Fashion: চিনতে যাতে অসুবিধে না হয় তার জন্য নিজের ছোটবেলার বেশ কিছু ছবিও তিনি রেখেছেন। সোশ্যাল মিডিয়াতে এই মেয়েকে চিনে ফেলেছে, আপনি পারলেন কি!

Hiia Dey: এই ছোট্ট মেয়েটির ফ্যাশন নিয়ে আজকাল বেশ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়, আপনি চিনতে পারলেন কি
চিনতে পারলেন কি

Follow Us

শিশু শিল্পী হিসেবেই তাঁর কাজ শুরু ইন্ডাস্ট্রিতে। একটি জনপ্রিয় বাংলা সিরিয়ালে অভিনয়ের সুযোগ পাওয়ার পর তিনি প্রচুর খ্যাতি কুড়িয়েছেন। বাঙালির ড্রইংরুমেও তাঁর দারুণ কদর রয়েছে। তবে সেই সিরিয়াল শেষ হওয়ার পর খুব একটা দেখা যায়নি তাঁকে। তিনি হলেন হিয়া দে। ওরফে পটলকুমার। আজ থেকে প্রায় ৬ বছর আগে এই সিরিয়ালে শিশু শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। পটলকুমার গানওয়ালা নামেই ছিল তাঁর পরিচয়। ছোট্ট হিয়ার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেন তাঁর মা। তবে সেই হিয়া এখন নিজেই ব্যস্ত থাকেন সোশ্যাল মিডিয়ায়। রিলস, ভিডিয়ো পোস্ট করতে থাকেন। তাঁর পোশাক থেকে নাচের স্টেপ- এই সব কিছু নিয়ে কম বিতর্ক হয় না।

তবে সেই বিতর্ক এড়িয়ে চলতে শিখে গিয়েছেন তিনি। এই গরমে সাদা রঙের ম্যাক্সি ড্রেসে একটি ছবি শেয়ার করেছেন হিয়া। ছবিতে স্পষ্ট তাঁর বিভাজিকা, চোখে রোদচশমা। খোলা চুলে তাঁকে লাগছেও খুব কুল। যেমন স্টাইল পছন্দ করেন এখনকার ছেলেমেয়েরা পটল সেই ভাবেই নিজেকে সাজিয়েছেন।  ছবি পোস্ট করতেই কমেন্ট সেকশনে বন্যা বয়ে গিয়েছে। অনেকেই লভ ইমোজি দিয়েছোন। আবার স্বভাবচিত ভঙ্গীতে অশ্লীল মন্তব্যও অনেকে করেছেন। যদিও এই সব মন্তব্যের কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি।

টি শার্ট, হট প্যান্ট, ক্রপ টপ -এরকম কুল ওয়েস্টার্ন পোশাকই বেশি পছন্দ হিয়ার। এই বয়সের মেয়েদের অবশ্য এমন পোশাকেই মানায়। হিয়াও তার ব্যতিক্রম নয়। রোগা ছিপছিপে গড়ন, পর্দায় গানওয়ালা হলেও বাস্তবে নাচই বেশি পছন্দ তাঁর। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই তা স্পষ্ট বোঝা যায়। বন্ধুদের সঙ্গে নিয়ে মজার মজার রিল, ভিডিয়োর মাঝে নিজের ক্যাজুয়াল ফটোশ্যুটের ছবিও শেয়ার করেন। চিনতে যাতে অসুবিধে না হয় তার জন্য নিজের ছোটবেলার বেশ কিছু ছবিও তিনি রেখেছেন। সোশ্যাল মিডিয়াতে এই মেয়েকে চিনে ফেলেছে, আপনি পারলেন কি!

Next Article