বিরাটের সঙ্গে আউটিং! একলাখি কালো লেদারের ব্যাগে লাঞ্চ ডেট অনুষ্কার

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 20, 2021 | 8:58 AM

ব্য়াগি টি শার্ট, ব্যাগি জিনস বা স্নিকার্সের কালেকশনে তাঁর ওয়্যারড্রোব সম্পূর্ণ। এবারেও অফ-ডিউটি লুকে ভক্ত বা ফ্যাশনপ্রেমীদের কাছে মন জয় করে নিয়েছেন।

বিরাটের সঙ্গে আউটিং! একলাখি কালো লেদারের ব্যাগে লাঞ্চ ডেট অনুষ্কার
ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি

Follow Us

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর লন্ডনের একটি রেস্তোরাঁয় ভেগান মিল উপভোগ করতে দেখা গেল ভারতীয় ক্রিকটের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ের পর এই সেলেব দম্পতি নিজেদের মধ্যে কোয়ালিটি সময় কাটাতেই ওই রেস্তোরাঁতে উপস্থিত হয়েছিলেন। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভেগান ডিশের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী। সেই পোস্টে তিনি লিখেছেন, সর্বকীলের সেরা নিরামিষ খাবার!

সেলেবরা রেস্তোরাঁতে খেতে গিয়েছেন, তা এখানে খবর নয়। বিষয়টি হল, ওই রেস্তোরাঁয় লাঞ্চের সময় অনুষ্কা শর্মা কী পোশাক পরেছিলেন?একটি সাদা নিট কার্ডিগান ও নীল ডেনিম ও কালো লেদারের একটি কাঁধের ব্যাগ। বিরাটের গায়ে ছিল একটি লালচে গোলাপী টি-শার্ট ও নিজ প্যান্ট।

তবে এখানেও খবরটি ঠিক মাত্রা পেল কী? অফ-ডিউটি স্টাইলে সাধারণত, ফ্যাশন পুলিশ স্টাইল বা ভারতীয় পোশাকে দেখা যায় অনুষ্কাকে। পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ নেওয়া ফ্যাশনের ট্রেন্ড। ব্য়াগি টি শার্ট, ব্যাগি জিনস বা স্নিকার্সের কালেকশনে তাঁর ওয়্যারড্রোব সম্পূর্ণ। এবারেও অফ-ডিউটি লুকে ভক্ত বা ফ্যাশনপ্রেমীদের কাছে মন জয় করে নিয়েছেন।

অনুষ্কার সাদা কার্ডিগানের দাম কত?

অতি-আরামদায়ক এই সাদা কার্ডিগানটি পালতা ক্রপ সিলুয়েট বৈশিষ্ট্যযুক্ত। ফ্রি-পিপল থেকে বেছে নেওয়া আলগা বুনন, কাঠের বোতাম দেওয়া সাদা কার্ডিগানটির দাম মাত্র ১১ হাজার টাকা।ছবিতে দেখা গিয়েছে,  সঙ্গে একটি সুন্দর কালো লেদারের ব্যাগ রয়েছে নায়িকার। বিরাটের সঙ্গে আউটিংয়ের জন্য ব্ল্যাক প্রাডা ডুয়েট লেদার ব্যাগকেই বেছে নিয়েছেন তিনি। এই লেদার ব্যাগটির দাম কত হবে, ধারণা আছে? ইউএসডি ১,৩৯০! ভারতীয় মুদ্রায় ১ লক্ষের বেশি। অনুষ্কা ও বিরাট উভয়েউ সাদা স্নিকার্স পরেছিলেন ওইদিন। কালো মাস্কে দুজনের লুক ছিল সাধারণ কিন্তু ব্যতিক্রমী।

আরও পড়ুন: Raksha Bandhan 2021: রাখী বন্ধনে ভাই-বোনের সম্পর্ক অটুট রাখতে কেমন মেহেন্দি পরবেন, দেখে নিন

Next Article