Christmas Shopping: সান্তার লাল টুপি থেকে পশমের জ্যাকেট, বড়দিনে কোথায় করবেন সস্তায় কেনাকাটা?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 17, 2022 | 8:30 AM

Christmas shopping guide in kolkata: সস্তায় কেনাকাটা করতে কলকাতার এই সব মার্কেটের জুড়ি মেলা ভার

1 / 6
বছরের এই সময়টা সকলের কাছেই খুব স্পেশ্যাল। চারিদিকে একটা উৎসবের আমেজ। পার্টি, অনুষ্ঠান, নিমন্ত্রণ চলতেই থাকে। দুর্গাপুজো আর বড়দিন এই দুই এখন নানা ধুমধাম করে উদযাপন করা হয়।

বছরের এই সময়টা সকলের কাছেই খুব স্পেশ্যাল। চারিদিকে একটা উৎসবের আমেজ। পার্টি, অনুষ্ঠান, নিমন্ত্রণ চলতেই থাকে। দুর্গাপুজো আর বড়দিন এই দুই এখন নানা ধুমধাম করে উদযাপন করা হয়।

2 / 6
যাঁরা বাইরে থাকেন তাঁরা এই সময়ে ঘরে ফেরেন। ফলে বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন তো হয়ই। বাড়ি, রেস্তোরাঁ সেজে ওঠে ক্রিসমাস ট্রি, লাল টুপি, সান্তা আর প্রচুর পিরচুর উপহারে। পার্ক স্ট্রিট চত্বর সেজে ওঠে আলোর মেলায়।

যাঁরা বাইরে থাকেন তাঁরা এই সময়ে ঘরে ফেরেন। ফলে বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন তো হয়ই। বাড়ি, রেস্তোরাঁ সেজে ওঠে ক্রিসমাস ট্রি, লাল টুপি, সান্তা আর প্রচুর পিরচুর উপহারে। পার্ক স্ট্রিট চত্বর সেজে ওঠে আলোর মেলায়।

3 / 6
বড়দিন মানেই থিম হল লাল-সাদা। এই সময় লাল রঙের পোশাক দেখতেও খুব ভাল লাগে। একদিনের অনুষ্ঠানের জন্য মোটেই খরচা করে পোশাক কিনতে ইচ্ছে করে না। এদিকে বন্ধুদের সঙ্গে পার্টি, সোশ্যাল মিডিয়ায় ছবি তো লাগবেই।

বড়দিন মানেই থিম হল লাল-সাদা। এই সময় লাল রঙের পোশাক দেখতেও খুব ভাল লাগে। একদিনের অনুষ্ঠানের জন্য মোটেই খরচা করে পোশাক কিনতে ইচ্ছে করে না। এদিকে বন্ধুদের সঙ্গে পার্টি, সোশ্যাল মিডিয়ায় ছবি তো লাগবেই।

4 / 6
বড়দিনের স্পেশ্যাল এই লাল টুপি ছাড়া ক্রিসমাস ঠিক জমে না। আর এই টুপি ঠাণ্ডার হাত থেকে রক্ষা করে। সেই সঙ্গে ফ্যাশানও হয়। পার্কস্ট্রিট, গড়িয়াহাট ও এসপ্ল্যানেডের ফুটে সস্তাতেই পাওয়া যায় টুপি। পেয়ে যাবেন লাল সাদায় বাহারি হাতমোজাও।

বড়দিনের স্পেশ্যাল এই লাল টুপি ছাড়া ক্রিসমাস ঠিক জমে না। আর এই টুপি ঠাণ্ডার হাত থেকে রক্ষা করে। সেই সঙ্গে ফ্যাশানও হয়। পার্কস্ট্রিট, গড়িয়াহাট ও এসপ্ল্যানেডের ফুটে সস্তাতেই পাওয়া যায় টুপি। পেয়ে যাবেন লাল সাদায় বাহারি হাতমোজাও।

5 / 6
আনলাইনে সারাবছরই অফ চলে। এই সময় দোকানেও চলছে বিশেষ ছাড়। ক্রিসমাস স্পেশ্যাল লাল রঙের সোয়েটার বা জ্যাকেট নিয়ে নিতে পারেন এই সব দোকান থেকেই। এছাড়াও নিউ মার্কেট, গড়িয়াহাট, সিমপার্ক হল, এন্টালি মার্কেটেও পেয়ে যাবেন প্রচুর কালেকশন।

আনলাইনে সারাবছরই অফ চলে। এই সময় দোকানেও চলছে বিশেষ ছাড়। ক্রিসমাস স্পেশ্যাল লাল রঙের সোয়েটার বা জ্যাকেট নিয়ে নিতে পারেন এই সব দোকান থেকেই। এছাড়াও নিউ মার্কেট, গড়িয়াহাট, সিমপার্ক হল, এন্টালি মার্কেটেও পেয়ে যাবেন প্রচুর কালেকশন।

6 / 6
স্টাইলিশ ক্রিসমাস ড্রেসের জন্য একবার ঢুঁ মারতে পারেন শ্রীরাম আর্কেড, বরদান মার্কেট এবং ইমামী মার্কেটে। জুতোর জন্য ঘুরে আসতে পারেন মেট্রো প্লাজা থেকে। জামার সঙ্গে পছন্দসই জুতোও তো চাই। ঘুরে আসতে পারেন সদর স্ট্রিট থেকেও। সস্তায় এই সব মার্কেটের জুড়ি মেলা ভার।

স্টাইলিশ ক্রিসমাস ড্রেসের জন্য একবার ঢুঁ মারতে পারেন শ্রীরাম আর্কেড, বরদান মার্কেট এবং ইমামী মার্কেটে। জুতোর জন্য ঘুরে আসতে পারেন মেট্রো প্লাজা থেকে। জামার সঙ্গে পছন্দসই জুতোও তো চাই। ঘুরে আসতে পারেন সদর স্ট্রিট থেকেও। সস্তায় এই সব মার্কেটের জুড়ি মেলা ভার।

Next Photo Gallery