Wedding Fashion: বিয়ের মরসুমে বলি-তারাদের মত ট্র্যাডিশনাল লুক পেতে চান? দেখে নিন তাঁদের স্টাইল স্টেটমেন্ট

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 23, 2021 | 11:32 PM

ফ্যাশন দুনিয়ায় ব্রাইডাল আউটফিট নিয়ে চর্চায় রয়েছে বলিউডের বেশ কয়েকজন নামী তারকারা। তাঁদের স্টাইলিশ ব্রাইডাল লুক আপনাকে মুগ্ধ করতে পারে।

Wedding Fashion: বিয়ের মরসুমে বলি-তারাদের মত ট্র্যাডিশনাল লুক পেতে চান? দেখে নিন তাঁদের স্টাইল স্টেটমেন্ট
সারা আলি খান ও শানায়া কাপুর। ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবি

Follow Us

বিয়ের মরসুমে সকলেরই ঐতিহ্যবাহী ও বিশেষ পোশাক পরার আগ্রহ থাকে। বলিউডের সেলেবদের কাছেও তাই। ভারতীয় ঐতিহ্যবাহী ও রুচিশীল পোশাককেই বেছে নেন সকলে। তার সঙ্গে তো উজ্জ্বল ও ভারী নজরকাড়া গয়না, অসামান্য হয়ে ওঠার জন্য মেকআপের ছোঁয়া তো থাকেই। তবে এই বিয়ের মরসুমে সেলেবদের ফ্যাশন স্টেটমেন্ট কিন্তু সকলের ক্ষেত্রেই আলাদা। ফ্যাশন দুনিয়ায় ব্রাইডাল আউটফিট নিয়ে চর্চায় রয়েছে বলিউডের বেশ কয়েকজন নামী তারকারা। তাঁদের স্টাইলিশ ব্রাইডাল লুক আপনাকে মুগ্ধ করতে পারে।

আলায়া এফ

প্রতিভাবান এই উঠতি অভিনেত্রী পায়েল সিংঘালের এক ফ্যাশন শোয়ে শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হেঁটেছিলেন। সেখানে তিনি একটি অসাধারণ দেখতে জমকালো লেহেঙ্গা ও সূক্ষ্ম হাতের কাজ করা ইন্ডিয়ান আউটফিট বেছে নিয়েছিলেন।

শানায়া কাপুর

মণীশ মানহোত্রার অসাধারণ দেখতে একটি লেহেঙ্গায় অপূ্র্ব দেখতে লাগছিল শানায়াকে। দেখে মনে হচ্ছিল যেন সোনার টুকরো একটি উজ্জ্বল মেয়ে। ককটেল পার্টিতে এই পোশাক হলে সেরা।

অনন্যা পান্ডে

বিকিনি কাট ব্লাউজ ও সুন্দর জ্যাকেটে অনন্যার লুক ছিল একেবারে ভিন্ন। রিম্পল ও হারনীতের ডিজাইন করা অক্স-ব্লাড লেহেঙ্গায় অনন্যা পান্ডের মতো যদি সাহসী হতে চান, তাহলে এই ধরনের আউটফিট ট্রাই করতে পারেন।

সারা আলি খান

ভারতীয় পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য সারা। ময়ূর গিরোত্রার রঙিন আউটফিটে সারা আলি খানকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গিয়েছিল। ট্র্যাডিশনাল হলেও বলিউডের নজর কেড়ে নেওয়া এই অভিনেত্রীর লুকে ফুটে উঠেছিল আত্মবিশ্বাস।

তারা সুতারিয়া

যে কোনও পোশাকেই তারাকে বেশ গ্ল্যামারাস লাগে। বিশেষ করে লেহেঙ্গা-ব্লাউজে তারার স্টাইল কিন্তু ফ্যাশন দুনিয়ায় বেষ নজর কেড়েছে। পুনিত বালানার উজ্জ্বল ও মজাদার এই লেহেঙ্গাটি সঙ্গীত বা মেহেন্দি অনুষ্ঠানের জন্য বেছে রাখতে পারেন। এমন পোশাকে বিয়ের আসরে এলে আপনার দিক থেকে চোখ সরানো মুশকিল হয়ে যেতে পারে।

আরও পড়ুন: Neha Dhupia: শীতের দিনে নজর কাড়তে নেহার মত হট থাকতে বেছে নিন ভেলভেট কাফতান!

তথ্য সৌজন্য ইন্ডিয়া ডট কম

Next Article