Nude Photoshoot: রণবীর সিং থেকে লেডি গাগা-ছবির প্রয়োজনে যাঁরা নগ্ন হয়েছেন ক্যামেরার সামনে
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jul 24, 2022 | 11:04 PM
Nude Photography: সত্তরের দশকের একঝাঁক তারকা নাম লিখিয়েছিলেন নগ্ন ফটোশুটের তালিকায়। কবীর বেদি, শক্তি কাপুর, নাসিরুদ্দিন শাহ, অনিল কাপুর থেকে শুরু করে আদিত্য পাঞ্চোলি সকলেই আছেন এই তালিকায়
1 / 7
ন্যুড ফটোশুটে তাক লাগিয়ে দিয়েছেন রণবীর সিং। পাড়ার মোড়ে মোড়ে অভিভূত ভক্তরা মগ্ন সেই চর্চাতেই। খুব কম মানুষই ভারতবর্ষের সংস্কৃতি উচ্ছন্নে যাচ্ছে বলে গালমন্দ করেছেন। অধিকাংশ মানুষই কুর্ণিশ জানিয়েছেন রণবীরের এই সাহসিকতার।
2 / 7
১৯৭২ সালে কসমোপলিটন ম্যাগাজিনের জন্য বার্ট রেনল্ডস এমনই বোল্ড লুকে ফটোশুট করেছিলেন। তাঁকে ট্রিবিউট দিতেই ম্যাগাজিনটির এমন প্রয়াস। রণবীরের এই ফটোশুট প্রকাশ্যে আসার পর সকলেই নড়ে চড়ে বসেন। খুঁজতে শুরু করেন এই তালিকায় আরও কে-কে আছেন।
3 / 7
ভারতের প্রথম পুরুষ সুপার মডেল হিসেবে পরিচিত মিলিন্দ সোমন। প্রাক্তন প্রেমিকা মধু সাপ্রের সাথে একটি স্পোর্ট শু ব্র্যান্ডের হয়ে ফটোশুট করেন তিনি। সমুদ্র পাড়ে নগ্ন অবস্থাতে ক্যামেরায় পোজ দিয়েছিলেন তাঁরা। কয়েকদিন আগে সমুদ্র সৈকতে তাঁকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দৌঁড়তে দেখেও প্রচুর বিতর্ক হয়েছিল।
4 / 7
তালিকায় আছেন লেডি গাগাও। গত বছর ভোগ ম্যাগাজিনের বিশেষ একটি সংখ্যার জন্য সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন লেডি গাগা। যা দেখে পাগল হয়ে গিয়েছিলেন গাগার ভক্তরা।
5 / 7
১৯৭৪ সালে পূজা বেদীর মা প্রতিমা বেদী সিনে ব্লিটজ ম্যাগাজিনের জন্য জুহুর সৈকতে সম্পূর্ণ নগ্ন হয়ে দৌঁড়েছিলেন। দেশের নারীমুক্তির প্রথম ধ্বজা উড়িয়ে ছিলেন তিনিই।
6 / 7
২০০৮ সালে লিন্ডস লোহান নিউ ইয়র্কের একটি ম্যাগাজিনে সম্পূর্ণ নগ্ন ফটোশুচ করে ট্রিবিউট দিয়েছিলেন মেরিলিন মনরোকে।
7 / 7
২০০৯ সালে GQ ম্যাগাজিনের কভার শুটে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল জেনিফার অ্যানিস্টনকে