খ্রিসমাস আর বর্ষবরণের কাউন্টডাউন শুরু হয়ে দিয়েছে। সকলেই এখন উৎসবের মেজাজে। আলোর মালায় সেজেছে রাজপথ। পাড়ায় পাড়ায় চলছে প্রস্তুতি। শীতের দিনে মন কিছুতেই ঘরে টিকতে চায় না। এছাড়াও শীতে খাওয়া-দাওয়া, আড্ডার মধ্যেও থাকে একটা অন্যরকম আমেজ। প্রচুর মানুষ এই সময় বাড়ি ফেরেন। ফলে জন্মদিন, রিইউনিয়ন এসব লেগেই থাকে। বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টি মানেই সুন্দর সুন্দর ছবির একটা ডিমান্ড তো থাকেই। বড়দিনের এই এক সপ্তাহের মধ্যে পার্টি, পিকনিক এসব রোজদিন লেগেই থাকে। এবার সবদিনের জন্য আলাদা আলাদা পোশাক কেনা সম্ভব নয়। এদিকে স্টাইলও করতে হবে। বিশেষত তা যদি হয় পার্টি তাহলে তো সুন্দর করে সাজতেই হবে।
নিজেকে যাতে সুন্দর লাগে তা সকলেই চান। আর একদিনের জন্য প্রচুর দাম দিয়ে নতুন নতুন পোশাক কেনা সম্ভব নয়। তাই আজ রইল দারুণ কিছু জায়গার হদিশ। মাত্র ৫০০ টাকা হাতে নিয়ে গেলেই জামা, জুতো সব পেয়ে যাবেন।
রোগা হোক বা মোটা- পার্টিতে এখন সকলেই ড্রেস পরেন। ওয়ান পিসে যে কোনও কাউকেই দেখতে সুন্দর লাগে। তবে কেমন ধরণের ড্রেস পরছেন তার উপর সবটা নির্ভর করে। খ্রিসমাস পার্টিতে যে কোনও ডার্ক রং দেখতে সবচাইতে বেশি ভাল লাগে। গাঢ় নীল, সবুজ, লাল, কালো, হলুদ এই সব রং বেশ ট্রেন্ডিং। স্লিট গাউন, ফ্লেয়ারড, বডিকন, মনোক্রোম্যাটিক, র্যাপ ড্রেস- যে কোনও পোশাকেই দেখতে বেশ ভাল লাগে। সেই সঙ্গে ট্রেন্ডিং-এ রয়েছে জাম্পস্যুটও। শীতের দিনে ফ্যাশান মানে সঙ্গে জ্যাকেট থাকবেই। এখন আর কার্ডিগ্যান তেমন কেউ পছন্দ করেন না। শাড়ি, ড্রেস সব কিছুর সঙ্গেই পাওয়া যায় মানাসই জ্যাকেট। অনেকে আবার পার্টিতে শাড়িও পরেন।
কারণ এখন দারুণ সব পার্টিতে পরার শাড়ি পাওয়া যায় বাজারে। পোশাক তো যেমন চান তেমনই পাবেন। তবে সমস্যা হয়ে দাঁড়ায় বাজেট। সব সময় বাজেট যে খুব বেশি থাকে এমনও নয়। আর তাই আজ রইল কিছু সস্তার মার্কেটের সন্ধান। দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট চত্বরের আশপাশে ফুটে অনেক দোকান আছে। আর এখানে যা সব স্টাইলিশ জামা পাওয়া যায় তা আর শহরের অন্যত্র পাওয়া যায় না। দামি ব্র্যান্ডের জামাকেও হার মানাবে গড়িয়াহাটের ফুটের কালেকশন। এছাড়াও ঢাকুরিয়া অঞ্চলেও বেশ কিছু দোকান আছে। এই সময় বিভিন্ন প্রদর্শনী চলতে থাকে। সেখানেও পেয়ে যাবেন সস্তার পোশাক। দক্ষিণে পছন্দসই পোশাক না পেলে চলে যান সোজা সদর স্ট্রিট। এখানেও প্রচুর দোকান রয়েছে। যে খানে আপনি পছন্দমত সব পোশাক পেয়েই যাবেন। পছন্দের সব জামাই পেয়ে যাবেন ৫০০ টাকার মধ্যে। তবে একটু দরদাম করতেই হবে। জামার সঙ্গে পছন্দসই জুতো পেতে চবে যান মেট্রো প্লাজা, বরদান মার্কেট কিংবা ইমামী মল। যেতে পারেন সিমপার্ক মলেও। পছন্দের জুতো-জামা সবই পেয়ে যাবেন এখানে।