লুকোচুরি খেলছে শীত। এই গরম তো এই ঠান্ডা। এদিকে মাঝে মধ্যে দখিনা বাতাসও বইছে। এমন পরিস্থিতিতে ঘরে ঘরে লেগে রয়েছে সর্দি কাশির সমস্যা। সঙ্গে উপরি পাওনা গলা ব্যথা। আবহাওয়া যতই খাম খেয়ালী হোক না কেন শহরে উৎসবে কোনও ভাটা নেই। দিকে দিকে মেলা পার্বণ এসব চলছেই। আর এমন আবহাওয়াতে অধিকাংশ মানুষই বেড়িয়ে পড়ছেন ঘুরতে। পরিবার, বন্ধুদের সঙ্গে নিয়ে মাঝে মধ্যে কেউ কেউ ডিনারেও যাচ্ছেন। রুফ টপ পার্টি-আড্ডা তো আছেই। সারা সপ্তাহের কাজের পর উইকএন্ডটা সকলেই চান আরাম বিলাসে কাটাতে। সেই আমেজে মজেছেন টলিউডের নায়িকারাও। মিমি, মধুমিতা, শুভশ্রী সকলেই উইকেন্ড স্পেশ্যাল দারুণ কিছু ছবি শেয়ার করলেন নিজেদের ইনস্টাগ্রামে। আর সেই সব ছবিই কিন্তু হটনেসের চূড়ান্ত।
উইকএন্ড বলে কথা। আর তাই একেবারে হট অবতারেই ধরা দিলেন মধুমিতা সরকার। কালো ডিপ ব্রা কাট একটি জাম্পস্যুটের উপর বেগুনি রঙের একখানা ব্লেজার চাপিয়ে নিয়েছেন মধুমিতা। মিডল বার্ট করে চুল বেঁধেছেন, হাতে পরেছেন ঘড়ি। নিজের উন্মুক্ত বক্ষ বিভাজিকায় দারুণ দারুণ সেলফি তুলেছেন মধুমিতা। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই উপচে পড়েছে কমেন্ট বাক্স। বন্ধু তৃণা সাহা যেমন লিখলেন ‘হটি’ তেমনই কেউ তাঁকে বলেছেন টলিউডের উরফি যাদব। তবে সব মিলিয়ে দারুণ দেখতে লাগছে মধুমিতাকে।
অফ শোল্ডার ব্ল্যাক ড্রেস আর মধুমিতার মত বেগুনি ব্লেজারে ফটোশ্যুট করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। নিজের মেদহীন রীর যেমন ফ্লন্ট করেছেন শুভশ্রী তেমনই বক্ষবিভাজিকা উন্মক্ত করতেও তিনি পিছপা হননি। হাতে ম্যাচিং নেইলপলিশ, খোলা চুলে শুভশ্রীর থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আর এমন পোশাকে দারুণ স্টাইলিশও লাগছে তাঁকে। এই ছবিতে শুভশ্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা।
শেষ ২ বছরে ফ্যাশানে সবচেয়ে বেশি নিজেকে যিনি ব্রাশআপ করেছেন তিনি হলেন মিমি চক্রবর্তী। টলিউডের বর্তমান ফ্যাশান আইকন বলা যায় মিমিকে। দেশ বিদেশের ফ্যাশানের খবর রাখেন মিমি। আর নিজেও চেষ্টা করেন সেই সব ট্রেন্ড মেনে চলতে। প্রতিদিনই নিজের সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু ছবি শেয়ার করেন মিমি। আর প্রতিটি লুকেই যেন তাঁকে লাগে অনবদ্য। অফ শোল্ডার কচিপাতা রঙের হাঁটুঝুল দারুণ একটি পোশাকে দেখা গেল মিমিকে। যদিও তিনি নিজের উন্মুক্ত বক্ষযুগল আড়াল করে রেখেছেন চুলে। তবে এমন পোশাকে খুব সুন্দর লাগছে মিমিকে। শরীরে অতিরিক্ত মেদ কোথাও নেই। মেদহীন নিটোল হাত, পা দেখতেও লাগছে ভারি চমৎকার। সব মিলিয়ে সপ্তাহের শেষে উষ্ণতা ছড়াতে ব্যস্ত তিন সুন্দরীই। বলুন তো কাকে সবচাইতে ভাল লাগছে?