Deepika Padukone: রেড কার্পেটে গাউন কোথায়? মিথ ভেঙে নেটপাড়ায় ভাইরাল গ্ল্যামারাস দীপিকা!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 31, 2022 | 7:36 PM

Filmfare Awards 2022: সুন্দর গাউন, ডিজাইনার শাড়ি পরেই সাধারণত সিনেমা গজতের সমস্ত গ্ল্যামারাস ইভেন্টগুলিতে উপস্থিত থাকতে দেখা যায়। কিন্তু মঙ্গলবার রাতে সেই দৃশ্যে এক লহমায় বদলে যায়।

Deepika Padukone: রেড কার্পেটে গাউন কোথায়? মিথ ভেঙে নেটপাড়ায় ভাইরাল গ্ল্যামারাস দীপিকা!

Follow Us

চিরাচরিত মিথকে ভেঙে চুরমার তো করলেনই, সঙ্গে সকলের নজর কেড়ে নিয়ে রীতিমত প্রশংসার বন্য়া ভাসছেন বলিউডের ফ্যাশন কুইন (Fashion Queen)। কান ফিল্ম ফেস্টিভ্যাল বা সিনেমার প্রচারে দীপিকার (Deepika Padukone)ফ্যাশনেবল ও স্টাইলিশ লুক যেমন থাকে, তেমনি কিছু ব্যতিক্রমী করার চেষ্টাও করে থাকেন। সুন্দর গাউন, ডিজাইনার শাড়ি পরেই সাধারণত সিনেমা জগতের সমস্ত গ্ল্যামারাস ইভেন্টগুলিতে উপস্থিত থাকতে দেখা যায়। কিন্তু মঙ্গলবার রাতে সেই দৃশ্যে এক লহমায় বদলে যায়। এক কোন দীপিকা পাড়ুকোন! স্বামী রণবীব সিংয়ের সঙ্গে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Awards 2022) অংশ নেওয়ার জন্য উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। এই ঝাঁ চকচকে অনুষ্ঠানে রণবীরের হাত ধরে মঞ্চে উঠে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। কারণ তাঁর গায়ে গাউন বা দামি ডিজাইনার শাড়ি নয়, বরং বয়ফ্রেন্ড ডেনিম জিন্স ও ওভারসাইজড শার্ট পরেছিলেন।

মঙ্গলবার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২ এর গ্ল্যামারাস ইভেন্টে বলিউডের তাবড় তাবড় সেলেব্রিটিদের সঙ্গে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সেখানে সেরা অভিনেতা পুরুষ হিসেবে পুরস্কার জেতেন রণবীর। সেই কারণেই মঞ্চে থাকা চিত্র পরিচালক করণ জোহারের কাছ থেকে পুরস্কার নেওযার সময় রণবীর সঙ্গে নেন দীপিকাকেও। আর সেই মুহূর্তটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । তার পিছনে রয়েছে একটিই কারণ। তারাদের মেলায় দীপিকার অভিনব ও ব্যতিক্রমী সাজ। নেটপাড়ায় দীপিকার এমন সাজের কারণে অনেক ভক্ত যেমন নিরাশ হয়েছেন, তেমনি মিথ ভেঙে গ্ল্যামারাস ইভেন্টে আরামদায়ক ও ক্যাজুয়াল পোশাক পরে সকলের নজরটাই বদলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বহু নেটিজে়ন।

মঙ্গলবার রাতে রণবীরের পাশে থাকার জন্য ইভেন্ট উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সিনেমা জগতের অত্।ন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্টের জন্য দীপিকা বেছে নিয়েছেন অত্যন্ত মিনিম্যাল একটি পোশাক। সাদা পিনস্ট্রাইপ প্যাটার্ন, বেলুন-স্টাইলের হাতা, সামনের দিকে বোতাম দেওয়া ও কেয়ার ফ্রির জন্য নীল কলার দেওয়া ব্যাগি ফিট ওভার সাইজড শার্ট বেছে নিয়েছিলেন। গাঢ় নীল রঙের বয়ফ্রেন্ড ডেনিম জিন্সের সঙ্গে হালকা নীল রঙের শার্টের পাশাপাশি সাদা চঙ্কি লেস-আপ স্নিকার্স পরেছিলেন। চুলের স্টাইলও ছিল অত্যন্ত সাধারণ। মাথার উপর একটি বান, ন্যুড লিপশেড, মিনিম্যাল মেকআপ, ব্লাশড চিকস আর চোখে দ্যুতি ছড়ানোর মত হিরের আংটি যেন ওই রাতের মঞ্চের ব্যাখ্যাটাই পাল্টে গিয়েছিল।

Next Article