AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Breast Fashion Tips: যেসব মহিলাদের স্তন ভারী, তাঁদের জন্য থাকল কিছু বিশেষ ফ্যাশন টিপস, যাতে তাঁরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন…

যে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে প্রধান উল্লেখযোগ্য হল ক্লিভেজ। ভারী স্তন হলে পোশাকের নেক শেপেও সতর্ক থাকতে হয়। আপনি যদি ক্লিভেজ প্রদর্শনে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তবে ডিপ নেক পোশাক এড়িয়ে যাওয়াই ভাল।

Big Breast Fashion Tips: যেসব মহিলাদের স্তন ভারী, তাঁদের জন্য থাকল কিছু বিশেষ ফ্যাশন টিপস, যাতে তাঁরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন...
| Edited By: | Updated on: Nov 30, 2021 | 7:14 AM
Share

আপনার স্তনের আকার ও গঠন যেমনই হোক না কেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার এটা মাথায় রাখা যে আপনার স্তন সুন্দর। কারও স্তনের আকার ছোট হয়, কারও ভারী স্তন হয়। অনেক সময় আমাদের শরীরের গঠনের কথা মাথায় রেখেই পোশাক পরতে হয়। কারণ আমরা সব ধরণের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করি না। যাঁদের স্তন ভারী, তাঁরা অনেকেই ডিপ নেক পোশাক পরতে চান না। এমন পোশাক পরতে চান না, যাতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন না।

আসলে পোশাক এমন পরা উচিত, যা পরে আপনার অসুবিধা বা অস্বস্তি কোনওটাই হবে না। স্তন ভারী হলে আপনি কী ধরনের পোশাক পরতে পারেন, সেই নিয়ে আপনাকে অনেক কিছুই ভেবে চলতে হয়। কারণ, এক্ষেত্রে মহিলাদের একটু বেশিই সতর্কতা মেনে চলতে দেখা যায়। চিন্তা নেই, আপনার স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোনও সমঝোতা নয়…

প্রথমেই অন্তর্বাসের দিকে বিশেষ গুরুত্ব দিন:

এক এক ধরনের পোশাকের জন্য এক এক রকম অন্তর্বাস প্রয়োজন হয়। আমাদের সবার জন্যই সঠিক অন্তর্বাস পরা গুরুত্বপূর্ণ। তাই যাঁদের ভারী স্তন, তাঁদের এইদিকে আরও বেশি লক্ষ্য দিতে হয়। আপনার ভারী স্তন হলে অবশ্যই পুশ আপ ব্রা এড়িয়ে চলুন। এমন ব্রা পরুন, যা আপনার স্তনকে সাপোর্ট দিতে পারবে। সম্পূর্ণ কভারেজ দেওয়া ব্রা পরলে বেশি ভাল। ব্লাউজের সঙ্গে নির্দিষ্ট অন্তর্বাস পরুন। শার্টের সঙ্গে এবং কামিজের সঙ্গে সঠিক অন্তর্বাস পরুন।

Big Breast Women Fashion

পোশাকের মেটেরিয়াল দেখুন:

পাতলা গেঞ্জি মেটেরিয়ালের পোশাক পরলে অবশ্যই তার নিচে সঠিক অন্তর্বাস পরুন। শিফনের পোশাক পরলে তার নীচে একটা অতিরিক্ত কাপড় লাগিয়ে নিন। এছাড়াও আপনি সুতি ও অন্যান্য মেটেরিয়ালের পোশাক অবশ্য়ই পরতে পারেন। যে মেটেরিয়ালেরই পোশাক পরুন, সেই মেটেরিয়াল যেন ভাল হয়। ভারী স্তন নিয়ে যেন আপনার পোশাক আপনার আনকম্ফোর্টের জায়গা না হয়ে ওঠে।

চাপা পোশাক পরবেন না:

ফিটিংস পোশাক ও টাইট পোশাকের মধ্য়ে পার্থক্য আছে। টাইট পোশাক আপনার শরীরে চেপে বসে থাকবে। কিন্তু ফিটিংস পোশাক আপনার ফিগারকে কমপ্লিমেন্ট দেবে। আপনার স্তনের আকার অনুযায়ী বডি হাগিং পোশাক এড়িয়ে যাওয়াই ভাল। ফিটিংস পোশাক যেন আপনার শরীরে টাইট হয়ে চেপে বসে না থাকে। যে পোশাক টাইট হয়ে গিয়েছে, সেইগুলি অল্টার করিয়ে নিন। ভারী স্তন হলে টাইট পোশাক এড়িয়ে যাওয়াই ভাল। কিন্তু আপনার কাছে আপনার কম্ফোর্ট সব সময় এগিয়ে থাকবে।

হরাইজন্টাল স্ট্রাইপ না পরাই ভাল:

হরাইজন্টাল স্ট্রাইপ পরলে ভারী স্তন আরও ভারী মনে হয়। সেরকমই দেখায়। আপনি চাইলে হরাইজন্টাল স্ট্রাইপ পরতেই পারেন। কিন্তু এই ধরনের স্ট্রাইপ যতটা পারবেন এড়িয়ে চলুন।

এছাড়াও যে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে প্রধান উল্লেখযোগ্য হল ক্লিভেজ। ভারী স্তন হলে পোশাকের নেক শেপেও সতর্ক থাকতে হয়। আপনি যদি ক্লিভেজ প্রদর্শনে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তবে ডিপ নেক পোশাক এড়িয়ে যাওয়াই ভাল।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…