Georgette chikankari: এবার পুজোয় অনেকেই কিনছেন জর্জেট চিকনকারী, কলকাতায় সস্তায় কোথায় কিনবেন?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Oct 08, 2023 | 9:00 AM

Chiffon Georgette: লখনউ চিকন বরাবরই ভীষণ রকম আভিজাত্যপূর্ণ। এখন শিফন জর্জেট চিকনকারীতে যেমন কাজ থাকছে তার সঙ্গে আভিজাত্য আর আধুনিকতার দারুণ মেলবন্ধন রয়েছে। ১৮-৩৫ বছরের মেয়েদের যেমন দেখতে ভাল লাগবে ঠিক তেমনই মধ্যবয়সী মা-দিদি-কাকিমাদেরও দেখতে ভাল লাগবে

Georgette chikankari: এবার পুজোয় অনেকেই কিনছেন জর্জেট চিকনকারী, কলকাতায় সস্তায় কোথায় কিনবেন?
কোথা থেকে কিনবেন চিকনকারী

Follow Us

মহালয়ার আগে শেষ রবিবার। এক সপ্তাহ পর মেগ কেটে আকাশে রোদের দেখা মিলেছে। খুশি মনে যেমন জামাকাপড় কাচাকাচি হয়েছে তেমনই দ্রুত খাওয়া-দাওয়ার পাট চুকিয়ে অনেকেই ছুটেছেন পুজোর বাজার করতে। আর মাত্র কয়েকদিন পরই পুজো। শেষবেলায়  অনেক কেটাকাটি বাকি পরে রয়েছে। পুজো বাঙালিদের মিলনোৎসব। এই পুজোকে ঘিরে মানুষের কত আবেগ। যাঁরা বাইরে থাকেন বছরের এই সময়টায় তাঁরা বাড়ি ফেরেন। একসঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া, কত রকম প্ল্যান থাকে।  কাজ তো সারাবছরই থাকে। তবে বছরের এই কয়েকটা দিন সকলে মিলে একসঙ্গে কাটানোর জন্য থাকে ছুটির স্পেশ্যাল পরিকল্পনাও। ষষ্ঠী টু দশমী কোন দিন কেমন শাড়ি পরা হবে, কেমন লুক দরকার তা একরকম মাথায় ছক করাই থাকে। এবার তা কিনে ফেলার পালা।

পছন্দের শাড়ি কিনলেই হবে না তার সঙ্গে মানানসই ব্লাউজও তো চাই। এখন যদিও প্রচুর ডিজাইনার ব্লাউজ কিনতে পাওয়া যায়। তাও এমন অনেকেই আছেন যাঁরা বানিয়ে পরতে পছন্দ করেন। হাতে সময় ঠিক ১৫ দিন। আর তাই এক মুহূর্তও সময় নষ্ট না করে কিনে ফেলুন পছন্দের শাড়ি। এবার পুজোয় বেশ চলছে জর্জেটের এই চিকনকারী শাড়ি। লখনউ চিকন বরাবরই ভীষণ রকম আভিজাত্যপূর্ণ। এখন শিফন জর্জেট চিকনকারীতে যেমন কাজ থাকছে তার সঙ্গে আভিজাত্য আর আধুনিকতার দারুণ মেলবন্ধন রয়েছে। ১৮-৩৫ বছরের মেয়েদের যেমন দেখতে ভাল লাগবে ঠিক তেমনই মধ্যবয়সী মা-দিদি-কাকিমাদেরও দেখতে ভাল লাগবে। অনেক ভাবে পরা যায় এই জর্জেটের চিকনকারী। এই সব শাড়িতে প্রচুর রকম রং পাওয়া যায়। পছন্দের লাল, হলুদ, আকাশী, বেগুনি, সাদা, নীল, সবুজে যেমন আছে তেমনই প্যাস্টেল শেডেও রয়েছে। চিকনকারীর ডবল থ্রেডের কাজ এবার অনেকেই কিনছেন। সঙ্গে রয়েছে পুঁথি, চুমকির সুন্দর হ্যান্ডওয়ার্ক। পার্টি ওয়্যার হিসেবেও পরতে পারবেন এই সব শাড়ি।

বিভিন্ন শাড়ির দোকান থেকে শুরু করে অনলাইন সর্বত্রই পাওয়া যাচ্ছে এই শাড়ি। তবে শাড়ি হাতে দেখে কেনাই সবথেকে ভাল। কলকাতায় কম দামে কোথায় কিনবেন এই শাড়ি? পার্ক স্ট্রিটে রয়েছে আয়না ক্রিয়েশন। এখানে ১২৫৫ থেকে ১৬৫৫ এর মধ্যে পেয়ে যাবেন দারুণ কিছু শাড়ি। এছাড়াও খোঁজ করুন বড়বাজারের বিভিন্ন দোকানে। দাম শুরু ১১৯৫ থেকে।  এম জি রোড মেট্রো থেকে নেমে মহাজাতি সদনের উল্টো দিকে রয়েছে শ্রী শাড়ি কুঞ্জ। এখানেও পেয়ে যাবেন নানা রকম ডিজাইনার শাড়ি। অরগ্যাঞ্জা, স্টোরি লাইন শাড়ি, পার্টি ওয়্যার, ডিজাইনার ব্লাউজ সবই পাবেন এখানে।