Winter Scarf Styling: শীতকালে উলের স্কার্ফ পরতে আপত্তি? জেনে নিন স্কার্ফ পরার কিছু বিশেষ স্টাইলিং টিপস…
শীতে হয়তো উলের স্কার্ফ আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু তার সঙ্গে ফ্যাশনের কোনও কম্প্রোমাইজ যাতে না হয় সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। শীতে স্কার্ফ কীভাবে ব্যবহার করবেন সেই নিয়ে কিছু টিপস দেওয়া হল...
প্রতিটা মরশুমে স্টাইলিং স্টেটমেন্ট বদলে যায়। গরমকালে একরকম ভাবে আমরা বিভিন্ন পোশাক পরি, আবার শীতে আমাদের পোশাক হয় একদম অন্যরকম। তবে কিছু এলিমেন্ট একই রয়ে যায়। শুধু পোশাকের সঙ্গে সঙ্গে তাদের ব্যবহার সামান্য বদলে যায়। এমনই একটা উদাহরণ হল স্কার্ফ। আপনি গরমকালে সুতির পোশাকের সঙ্গে যে সুতির স্কার্ফটি নিয়েছেন, শীতেও সেটাই ব্যবহার করবেন কি না ভাবছেন? শীতে হয়তো উলের স্কার্ফ আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু তার সঙ্গে ফ্যাশনের কোনও কম্প্রোমাইজ যাতে না হয় সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। শীতে স্কার্ফ কীভাবে ব্যবহার করবেন সেই নিয়ে কিছু টিপস দেওয়া হল:
ওয়েস্টার্ন ক্যাজুয়ালের সঙ্গে স্কার্ফ:
আপনি জিন্স পরুন। তার সঙ্গে পরুন একটি টিশার্ট। কিন্তু তার সঙ্গে যদি আপনি গলায় একটি স্কার্ফ জড়িয়ে নেন। আপনার লুক সঙ্গে সঙ্গেই পাল্টে যাবে। তখন শুধুই আপনি স্কার্ফ গলার দুপাশ দিয়ে ঝুলিয়ে নেবেন। নাকি অন্য নটও বেঁধে দেখবেন, সেটা সিদ্ধান্ত নেবেন আপনি। উলের বিভিন্ন রকম স্কার্ফ আপনি গড়িয়াহাট ও নিউমার্কেটে পাবেন। এছাড়াও আপনি ই-কমার্স ওয়েবসাইটগুলোতেও দেখতে পারেন।
লং পঞ্চোর সঙ্গে স্কার্ফ:
আপনি উলের একটি লং পঞ্চ পরতে পারেন। হাঁটু পর্যন্ত ঝুল হলে বেশি ভাল দেখতে লাগে। তার সঙ্গে আপনি গলায় স্কার্ফ জড়িয়ে নিন। এতে আপনি শীতকেও যেমন হার মানাতে পারবেন, একইসঙ্গে আপনার স্টাইলিংও থাকবে জবরদস্ত। শীতের ফ্যাশনে স্কার্ফ পুরো একশোয় একশো। এর সঙ্গে অবশ্যই বুট পরুন।
উইন্টার জ্যাকেটের সঙ্গে স্কার্ফ:
আপনি একটি জ্যাকেট পরুন। সেটা যেকোনও রঙেরই হতে পারে। তবে একরঙের হলে বেশি ভাল হয়। তার সঙ্গে আপনি মাথায় উলের টুপি পরুন। গলায় হালকা ভাবে বেঁধে নিন একটি উলের স্কার্ফ। আপনার লুক সঙ্গে সঙ্গেই পাল্টে যাবে।
লং কোটের সঙ্গে স্কার্ফ:
আপনি একটি লং কোট পরতে পারেন, অবশ্যই এক রঙের লং কোট হলে বেশি ভাল হয়। তার সঙ্গে আপনি গলায় ফেলে রাখতে পারেন উলের স্কার্ফ। কিংবা গলায় হালকা ভাবে জড়িয়েও নিতে পারেন।
আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন