AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janhvi Kapoor’s Diwali Fashion: ফিনফিনে কাপড়ের সিলভার ল্যাহেঙ্গায় নয়া লুক! জাহ্নবী কাপুরের ফ্যাশনেই কি এবার দিওয়ালি ফ্যাশান গোল সেট?

মনিশ মলহোত্রার পোশাকে বলিউডের প্রিয় এই অভিনেত্রী এবার নজর কেড়েছে নেটদুনিয়ায়...

Janhvi Kapoor's Diwali Fashion: ফিনফিনে কাপড়ের সিলভার ল্যাহেঙ্গায় নয়া লুক! জাহ্নবী কাপুরের ফ্যাশনেই কি এবার দিওয়ালি ফ্যাশান গোল সেট?
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 2:06 PM
Share

দিওয়ালির এখনও এক সপ্তাহ বাকি। এদিকে দিওয়ালি পার্টির প্ল্যান হয়ে গেছে। কিন্তু কী পরবেন বুঝতে পারছেন না? চট করেই দেখে নিন মনিশ মলহোত্রার নতুন ওয়ার্ডোবে দিওয়ালি ফ্যাশনে কী স্পেশ্যাল রয়েছে… ইতিমধ্যেই অভিনেত্রী জাহ্নবী কাপুর একটা ফিনফিনে কাপড়ের ল্যাহেঙ্গায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন, যা আগাম এক দিওয়ালি লুক সেট করে দিচ্ছে। রুহি অভিনেত্রীর স্টাইলিস্ট, তানিয়া ঘাভরি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘তিনি কি উজ্জ্বল দেখাচ্ছেন’?সারা আলি খান, ক্রিতি শাননের পর বলিউডে ফ্যাশনের তালিকায় যে চর্চিত নাম মাথায় আসে, তা হল জাহ্নবী কাপুর। মনিশ মলহোত্রার পোশাকে বলিউডের প্রিয় এই অভিনেত্রী এবার নজর কেড়েছে নেটদুনিয়ায়।

View this post on Instagram

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

এই ধরক গার্ল মনিশ মলহোত্রার ফ্যাশন থেকে এইবার বেছে নিয়েছেন এক ফিনফিনে সিলভার রঙের ল্যাহেঙ্গা-চোলি। এই ভারী অলঙ্কৃত পোশাকে যে কোনও খুব কাছের মানুষের বিয়ে, বা বাড়ির পুজোতে তাক লাগিয়ে দিতে পারবেন আপনিও। শ্রীদেবী এবং বনি কাপুরের লাডলি মেয়ে কিন্তু এই পোশাকে ভীষণই প্রাণোচ্ছল দেখাচ্ছে ছবিতে। মানানসই গয়না কিনতে গিয়ে কোনও নামী ব্র্যান্ডের গয়না বাছেননি তিনি, তার বদলে একজোড়া ভারী হিরের কানের দুলই লুকটি আরও বেশি প্রাণ এনে দিয়েছে।

মুখের মেকআপে হালকা ব্লাশ, সুন্দর করে আঁকা আই-ব্রো, গোলাপি ঠোঁট, মোহময়ী চোখ এবং হালকা ওয়েভি চুল জাহ্নবীর লুককে পরিপূর্ণতা দিয়েছে। এই জামাটা পরে একেবারেই এক রাজকীয় লুক এসেছে অভিনেত্রীর ফ্যাশানে। দিওয়ালি একেবারেই দোরগোড়ায়। তাই ফ্যাশন এবং সাজে আপনিও এই লুক থেকেই অনুপ্রেরণা নিতে পারেন।

আরও পড়ুন: অন্তর্বাস না মঙ্গলসূত্র? নয়া ফটোশ্যুট ঘিরে ফের ট্রোলের শিকার ডিজাইনার সব্যসাচী!