Khadi Fashion: নতুন ডিজাইনারদের কাজে স্বাধীনতা আন্দোলনের ছোয়া, ফ্যাশানে আবার জায়গা করে নিল খাদি!

TV9 Bangla Digital | Edited By: aryama das

Oct 30, 2021 | 3:04 PM

খাদি প্রাক-স্বাধীনতা যুগে সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার ছিল। মহান মুক্তিযোদ্ধাদের প্রতিবাদের পোশাক থেকে, খাদি ফ্যাশান এবং চূড়ান্ত বিলাসিতার পোশাকে হয়েছে...

Khadi Fashion: নতুন ডিজাইনারদের কাজে স্বাধীনতা আন্দোলনের ছোয়া, ফ্যাশানে আবার জায়গা করে নিল খাদি!

Follow Us

খাদি বাংলার শুধু কাপড় নয়, এটি বাংলার গর্বের এক বিষয়। ব্রিটিশদের থেকে স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই এই খাদির গুরুত্ব কিন্তু ইতিহাসে বড় স্থান পেয়েছে। বিদেশি কলে তৈরি মসলিন কাপড় বর্জন করে দেশী কাপড় ব্যবহার করে প্রতিবাদ করেছিলেন ভারতীয়রা। গ্রামবাংলায় তখন খাদির কাপড় ছিল ভীষণভাবেই প্রসিদ্ধ।

খাদির সরলতা, বিশুদ্ধতা এবং স্থায়িত্বের সারমর্ম প্রতিফলিত হয়েছিল খাদি ও গ্রামীণ শিল্প কমিশন (KVIC) আয়োজিত খাদি ফ্যাশান শো-এর মাধ্যমে। ফ্যাশান শো, ফ্যাশান ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া (FDCI) এর চেয়ারম্যান এবং KVIC উপদেষ্টা শ্রী সুনীল শেঠির নেতৃত্বে ফ্যাশান শো-টি করা হয়েছে। ১০ জন নতুন ফ্যাশান ডিজাইনার ৬০টি ডিজাইন প্রদর্শন করেছে, যারা KVIC দ্বারা আয়োজিত একটি সর্ব-ভারতীয় খাদি ডিজাইনার প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়েছিল। এ অনুষ্ঠানে সেরা তিন ডিজাইনারকেও পুরস্কৃত করা হয়।

ডিজাইনার সাতি কাপুর খাদিকে সবচেয়ে নৈতিক এবং টেকসই পোশাক হিসাবে চিত্রিত করার জন্য তার সৃষ্টির জন্য ১০লক্ষ টাকার নগদ পুরস্কার সহ প্রথম পুরস্কার পেয়েছেন। তিনি ব্লক প্রিন্টিং, হ্যান্ড ক্রোশেট, হ্যান্ড এমব্রয়ডারি এবং অন্যান্য ধরণের ফেব্রিক করে সূক্ষ্ম খাদির উপরে নকশা করে নজর কেড়েছিলেন প্রতিযোগিতায়।

ডিজাইনার ধ্রুব সিং ৫ লক্ষ টাকার নগদ পুরষ্কার সহ দ্বিতীয় পুরস্কার জিতেছেন। ‘আনারবাগ’ নামে তাঁর সংগ্রহটিতে কার্তিক মাসে কৃষ্ণ তাঁর ভক্ত তথা প্রেমিকাদের সাথে পূর্ণিমার রাতে লীলা করছেন, এমন একটি ছবি আঁকা রয়েছে। খাদিকে একটি উৎসবের চেহারা দেওয়ার জন্য এই এত প্রস্তুতি। তিনি সাধারণ খাদি সুতি কাপড় ব্যবহার করেছেন এবং সমস্ত সেলাই হাতে করা হয়েছে। আমাদের বাংলা এবং গুজরাটের কারিগররা, হাতের মোচড়ানো খাঁটি জরির ৬টি তার ব্যবহার করে, তা তখন পাশাপাশি দেখানো হয়েছিল স্ক্রিনে।

কৌশল সিং এবং গৌরব সিং নামে দুই ডিজাইনার প্রত্যেকে ২ লাখ টাকার তৃতীয় পুরস্কার জিতেছেন। কৌশল ব্যবহার করেছেন সাধারণ খাদি কাপড়। এই শিল্পটি সূক্ষ্ম শিল্পীদের দ্বারা তৈরি করা হয়েছিল। ডিজাইনার গৌরব পূনর্ব্যবহারযোগ্য ডিজাইন কৌশল এবং কনট্রাস্ট স্টিচ লাইনের বিবরণ ব্যবহার করে খাদি সুতির কাপড়কে ব্যবহার করে তাঁর কাজ প্রদর্শন করেছিলেন। পুরো প্রতিযোগিতায় ৩৯৩জন ডিজাইনার ছিলেন, তাঁদের মধ্যে থেকে এই ৪জন পুরস্কৃত হন।

KVIC-এর চেয়ারম্যান, শ্রী বিনাই কুমার সাক্সেনা বলেছেন যে এই প্রতিযোগীদের সৃষ্টিগুলি শীঘ্রই খাদি ইন্ডিয়ার আউটলেটগুলিতে দেখা যাবে৷ আরামদায়ক, পরতে সহজ এবং ট্রেন্ডি পোশাক দিয়ে তরুণ প্রজন্মকে খাদির প্রতি আকৃষ্ট করাই এই অনুষ্ঠানের ধারণা।

সাক্সেনা আরও বলেন,“খাদি প্রাক-স্বাধীনতা যুগে সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার ছিল। মহান মুক্তিযোদ্ধাদের প্রতিবাদের পোশাক থেকে, খাদি ফ্যাশান এবং চূড়ান্ত বিলাসিতার পোশাকে হয়েছে। এটি প্রথমবারের মতো KVIC একটি প্যান-ইন্ডিয়া ডিজাইনার প্রতিযোগিতার আয়োজন করেছে এবং সেখানে তরুণদের অংশগ্রহণ ছিল খাদির জনপ্রিয়তার প্রকাশ।”

আরও পড়ুন: এই ৭ বার সব্যসাচীর পোশাকে বাজিমাত ক্যাটরিনা কাইফের…

Next Article