Odd Fashion: বেলি ফ্যাট না প্রেগনেন্ট, ভুল ফ্যাশনের ঠেলায় অন্তঃসত্ত্বা জল্পনায় নাম লেখালেন যাঁরা…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 13, 2022 | 6:30 PM

Controversy: পোশাক নির্বাচনই হল কাল, দেখা মাত্রই নেটিজেনদের প্রশ্ন অন্তঃসত্ত্বা! মুহূর্তে ভাইরাল বলিউড সেলেবরা।

1 / 6
ঐশ্বর্য রাই বচ্চন- শাড়ির আঁচল এমনভাবে নিয়েছিলেন ঐশ্বর্য যা দেখা মাত্রই পাপরাজিৎদের ফ্রেমে ধরা পড়েছিল তিনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। যদিও সেই তথ্য সত্যি নয়।

ঐশ্বর্য রাই বচ্চন- শাড়ির আঁচল এমনভাবে নিয়েছিলেন ঐশ্বর্য যা দেখা মাত্রই পাপরাজিৎদের ফ্রেমে ধরা পড়েছিল তিনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। যদিও সেই তথ্য সত্যি নয়।

2 / 6
সোনাম কাপুর- বর্তমানে মা হতে চলেছেন তিনি। তবে অতীতে একাধিকবার তাঁর পোশাক নির্বাচনে কোথাও ভুলে থেকে যাওয়ার কারণে তাঁকে নিজে জল্পনা দেখা গিয়েছিল।

সোনাম কাপুর- বর্তমানে মা হতে চলেছেন তিনি। তবে অতীতে একাধিকবার তাঁর পোশাক নির্বাচনে কোথাও ভুলে থেকে যাওয়ার কারণে তাঁকে নিজে জল্পনা দেখা গিয়েছিল।

3 / 6
যদিও বর্তমানে সেই বিতর্ক অতীত। প্রিয়াঙ্কা এরপর সারোগেসি থেকে বিবাহ বিচ্ছেদ একাধিক বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। তবে সম্প্রতিকালে প্রিয়াঙ্কাকে ঘিরে কোনও জল্পনাই নেই। এখন তিনি সদ্যজাতের সঙ্গে দিব্যি জমিয়ে সংসার করছেন।

যদিও বর্তমানে সেই বিতর্ক অতীত। প্রিয়াঙ্কা এরপর সারোগেসি থেকে বিবাহ বিচ্ছেদ একাধিক বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। তবে সম্প্রতিকালে প্রিয়াঙ্কাকে ঘিরে কোনও জল্পনাই নেই। এখন তিনি সদ্যজাতের সঙ্গে দিব্যি জমিয়ে সংসার করছেন।

4 / 6
গায়িকা নেহা কক্কর গানের রিয়ালিটি শো-এর বিচারক হয়ে হয়ে আয় করে থাকেন এপিসোড পিছু ৫ লাখ টাকা।

গায়িকা নেহা কক্কর গানের রিয়ালিটি শো-এর বিচারক হয়ে হয়ে আয় করে থাকেন এপিসোড পিছু ৫ লাখ টাকা।

5 / 6
ক্যাটরিনা কাইফ- সদ্য কাটের একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল। যে লুকে ক্যাটরিনাকে দেখে সকলেই অনুমান করে নিচ্ছে যে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা।

ক্যাটরিনা কাইফ- সদ্য কাটের একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল। যে লুকে ক্যাটরিনাকে দেখে সকলেই অনুমান করে নিচ্ছে যে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা।

6 / 6
একটা সময় এই সাহসী লুকের জন্যই রীতিমত সমস্যার মুখে পড়তে হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। উঠেছিল বিচ্ছেদের গুঞ্জনও। তবে দীপিকার ক্ষেত্রে বিষয়টা উল্টো।

একটা সময় এই সাহসী লুকের জন্যই রীতিমত সমস্যার মুখে পড়তে হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। উঠেছিল বিচ্ছেদের গুঞ্জনও। তবে দীপিকার ক্ষেত্রে বিষয়টা উল্টো।

Next Photo Gallery
Balenciaga: মুচিও সেলাই করতে পারবে না! ন্যাতাকানি, ছেঁড়া-ফাটা স্নিকার্স বিকোচ্ছে প্রায় দেড় লাখে!
Male Fashion: কেন ফ্যাশন দুনিয়ায় কম উচ্চতার পুরুষের চাহিদা হঠাৎ তুঙ্গে! বিছানায় লুকিয়ে আসল রহস্য