Princess Diana: ডায়ানার বিয়ের জুতোতেই রয়েছে সব রহস্যের সমাধান!

মৃত্যুর ২৪টি বছর কেটে গেলেও এখনও পর্যন্ত মানুষের মন থেকে হারিয়ে যাননি প্রিন্সেস অফ ওয়ালস। পেজ থ্রি কিংবা ফ্যাশন ম্যাগাজিনে এখনও শিরোনামে থাকেন এই মানবদরদী রাণি। মানবিকতা, অসাধারণ স্টাইল স্টেটমেন্ট, প্রেম জীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের সবচেয়ে কাছের প্রিন্সেস এখনও সব কিছুর ঊর্দ্ধে।

| Edited By: | Updated on: Aug 05, 2021 | 2:59 PM
১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যাওয়ার পর তিনি যে বিলীন হয়ে যাননি তার প্রমাণ বারে বারে মিলেছে। এবার যদিও বিয়ের জমকালো জুতো প্রসঙ্গে নাম উঠে এসেছে ডায়ানার।

১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যাওয়ার পর তিনি যে বিলীন হয়ে যাননি তার প্রমাণ বারে বারে মিলেছে। এবার যদিও বিয়ের জমকালো জুতো প্রসঙ্গে নাম উঠে এসেছে ডায়ানার।

1 / 8
রাজারাণীদের ব্যবহৃত জিনিসের পিছনে থাকে নানান কাহিনি। সেক্ষেত্রে ডায়ানাও ব্যতিক্রম নয়। বিয়ের দিন ডায়ানা যে জুতো পরেছিলেন তাতেও রয়েছে একটি ছোট প্রেমের কাহিনি।

রাজারাণীদের ব্যবহৃত জিনিসের পিছনে থাকে নানান কাহিনি। সেক্ষেত্রে ডায়ানাও ব্যতিক্রম নয়। বিয়ের দিন ডায়ানা যে জুতো পরেছিলেন তাতেও রয়েছে একটি ছোট প্রেমের কাহিনি।

2 / 8
টাউন অ্যান্ড কান্ট্রি  ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ডায়ানা তাঁর ওয়েডিং সাদা হিলের নীচে একটি বিশেষ বার্তা ছাপিয়েছিলেন। কিন্তু তা বিয়ের দিন অদৃশ্য ছিল।  ডিজাইনার এলিজাবেথ ইমান্যুয়েল তৈরি ২৫ ফুট লম্বা টাফেটার কারণে তা দেখা যায়নি।

টাউন অ্যান্ড কান্ট্রি ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ডায়ানা তাঁর ওয়েডিং সাদা হিলের নীচে একটি বিশেষ বার্তা ছাপিয়েছিলেন। কিন্তু তা বিয়ের দিন অদৃশ্য ছিল। ডিজাইনার এলিজাবেথ ইমান্যুয়েল তৈরি ২৫ ফুট লম্বা টাফেটার কারণে তা দেখা যায়নি।

3 / 8
ডায়ানার জুতোর নীচে সি ও ডি অক্ষর ছাপা রয়েছে। স্বাভাবিকভাবেই চার্লস ও ডায়ানাকেই এই অক্ষরের মাধ্যমে চিহ্নিত করে, তা বলাই বাহুল্য। সূত্রের খবর, ডায়ানার সিল্ক সু-য়ে দারুণ এমব্রয়ডারির কাজ রয়েছে। তাতে ৫৪২টি সিক্যুইন ও ১৩২টি মুক্তো বসানো রয়েছে। সুজোর সামনের অংশে রয়েছে হার্ট-শেপ অ্য়াপলিক রয়েছে।

ডায়ানার জুতোর নীচে সি ও ডি অক্ষর ছাপা রয়েছে। স্বাভাবিকভাবেই চার্লস ও ডায়ানাকেই এই অক্ষরের মাধ্যমে চিহ্নিত করে, তা বলাই বাহুল্য। সূত্রের খবর, ডায়ানার সিল্ক সু-য়ে দারুণ এমব্রয়ডারির কাজ রয়েছে। তাতে ৫৪২টি সিক্যুইন ও ১৩২টি মুক্তো বসানো রয়েছে। সুজোর সামনের অংশে রয়েছে হার্ট-শেপ অ্য়াপলিক রয়েছে।

4 / 8
বিয়ের দিন সব মহিলাই চান তাঁর বিয়ের পোশাক যেন অসাধারণ ও ব্যতিক্রমী হয়। ব্যতিক্রমী ডায়ানাও ঠিক সেই ভেবেই নিজের বিয়ের জুতো ডিজাইন করার নির্দেশ দিয়েছিলেন। প্রায় ৬ মাস সময় লেগেছিল এই অপূর্ব সুন্দর ও শৌখিন জুতোটি বানাতে।

বিয়ের দিন সব মহিলাই চান তাঁর বিয়ের পোশাক যেন অসাধারণ ও ব্যতিক্রমী হয়। ব্যতিক্রমী ডায়ানাও ঠিক সেই ভেবেই নিজের বিয়ের জুতো ডিজাইন করার নির্দেশ দিয়েছিলেন। প্রায় ৬ মাস সময় লেগেছিল এই অপূর্ব সুন্দর ও শৌখিন জুতোটি বানাতে।

5 / 8
একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে সু ডিজাইনার ক্লিভ শিল্টন জানিয়েছিলেন, যে কোনও ঘটনায় বা ইভেন্টে ফুটওয়্যার  নিয়ে দারুণ খুঁতথুঁতে ছিলেন ডায়ানা। বরাবর লো হিল পরতেই পছন্দ করতেন তিনি। ডায়ানা অত্যন্ত মিষ্টি, ভদ্র, কম কথা বলা ও হাসিখুসি প্রাণোচ্ছ্বল তরুণী ছিলেন। প্রিন্স চার্লস কম উচ্চতায় তাঁকে যাতে বেশি  লম্বা না লাগে তার জন্য কখনও বেশি হিল দেওয়া জুতো পরতেন না।

একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে সু ডিজাইনার ক্লিভ শিল্টন জানিয়েছিলেন, যে কোনও ঘটনায় বা ইভেন্টে ফুটওয়্যার নিয়ে দারুণ খুঁতথুঁতে ছিলেন ডায়ানা। বরাবর লো হিল পরতেই পছন্দ করতেন তিনি। ডায়ানা অত্যন্ত মিষ্টি, ভদ্র, কম কথা বলা ও হাসিখুসি প্রাণোচ্ছ্বল তরুণী ছিলেন। প্রিন্স চার্লস কম উচ্চতায় তাঁকে যাতে বেশি লম্বা না লাগে তার জন্য কখনও বেশি হিল দেওয়া জুতো পরতেন না।

6 / 8
ডায়ানার উচ্চতা প্রায় ৫ফুট ১০ ইঞ্চি। তাই প্রিন্স চার্লসের উচ্চতা নিয়ে কখনও অন্য কিছুর সঙ্গে তুলনা করতে চাননি।তবে জুতোর নিচের অংশে থাকে চমক। কিন্তু সেই চমক কখনও বাইরে তেকে দেখা যেত না। ডায়ানা যে জুতোই পরেন, তা অত্যন্ত চমকপ্রদ ও স্টাইলিশ ছিল।

ডায়ানার উচ্চতা প্রায় ৫ফুট ১০ ইঞ্চি। তাই প্রিন্স চার্লসের উচ্চতা নিয়ে কখনও অন্য কিছুর সঙ্গে তুলনা করতে চাননি।তবে জুতোর নিচের অংশে থাকে চমক। কিন্তু সেই চমক কখনও বাইরে তেকে দেখা যেত না। ডায়ানা যে জুতোই পরেন, তা অত্যন্ত চমকপ্রদ ও স্টাইলিশ ছিল।

7 / 8
অনেকেই হয়তো জানেন না, ওয়েডিং ড্রেসের জন্য যে ফেব্রিক  ব্য়বহার করা হয়েছিল, সেই ফেব্রিক দিয়েই জুতো ডিজাইন করার কথা ছিল। কিন্তু ওয়েডিং ড্রেসের ফেব্রিক এতটাই পাতলা ছিল যে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়েছিল।

অনেকেই হয়তো জানেন না, ওয়েডিং ড্রেসের জন্য যে ফেব্রিক ব্য়বহার করা হয়েছিল, সেই ফেব্রিক দিয়েই জুতো ডিজাইন করার কথা ছিল। কিন্তু ওয়েডিং ড্রেসের ফেব্রিক এতটাই পাতলা ছিল যে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়েছিল।

8 / 8
Follow Us: