প্যারিসের বুলগারি ফ্যাশন ইভেন্টের (Bulgari Paris Fashion 2022) প্রথম দিনে কমলা রঙের সিক্যুইনড বক্ষদেশ খোলা আউটফিটে মুগ্ধ করেছিলেন দেশি গার্ল (Priyanka Chopra Jonas)। সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক পিঙ্কের লিসা ও অ্যান হ্যাথওয়ে সঙ্গে ছবি তুলে ভাইরাল হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বুধবার ইতালির এক বিলাসবহুল লেবেলের জন্য ফের ফ্যাশন শোয়ে দেখা যায়। নেক কনট্রাস্ট-কালারড গাউনে ফ্রান্সের রাজধানীতে পা রাখতেই যেন গোটা পরিবেশ একটা স্বপ্নের মত দেখাতে শুরু করে। তারকা খচিত ইভেন্টের জন্য প্রিয়াঙ্কার সেলেব্রিটি স্টাইলিস্ট ছিলেন ল রোচ। সম্প্রতি বুলগারি ফ্যাশন শোয়ে প্রিয়াঙ্কা কালো ও সাদা গাউন বেছে নিয়েছিলেন। তাঁর এই স্টাইলিশ গাউনের প্যারিস যেন কোনও মায়াজালে জড়িয়ে পড়েছে বলে মনে হবে।
কারণ প্রিয়াঙ্কার এই আউটফিট অসাধারণ দেখতে তো বটেই, কালো গাউনের চারপাশে সাদা ফ্লেয়ারডের লেয়ার থাকায় দেখতে মত্স্যকন্য়ার মত দেখতে লাগছিল। লন্ডনের এই বিখ্যাত ফ্যাশন শোয়ের জন্য লন্ডনেরই ডিজাইনার রবার্ট উনের ডিজাইনার সুন্দর গাউনটি তৈরি করেছিলেন।
স্লিভলেশ গাউনটি পরে বেশ কয়েকটি ফটোশ্যুট করেছিলেন প্রিয়াঙ্কা। সেই ছবি সিরিজের আকারে শেয়ারও করেছেন তিনি। প্রিয়াঙ্কার এই হট লুককে বাহবা জানাতে ভোলেননি ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা থেকে পরিণীতি চোপড়া। বলিউডের অনেক সেলেব্রিটিরাই তাঁর এই সুন্দর আউটফিট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ডিজাইনার ইন্সটাগ্রামে প্রিয়াঙ্কার এই পোশাকটির নাম কন্ট্রাস্ট ডোভ গাউন। মূল্যবান পান্না পাথর, ম্যাচিং কানের দুল এবং একটি বিবৃতি রিং ও হিরের চোকার নেকলসে প্রিয়াঙ্কার দ্যুতি যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। খোঁপার স্টাইলে হেয়ারস্টাইল যেন গোটা সাজে প্রাণ ফিরিয়ে দিয়েছিল। শুধু পোশাকেই নয়, মেকআপও ছিল মিনিম্য়াল। সুন্দর কালো উইংগড আইলাইনার, আইশ্যাডো ও মাস্কারা, উজ্জ্বল ত্বক, উজ্জ্বল বেরি-টোনড ঠোঁট ও ব্লাশড গালের জন্য গ্ল্যাম লুক যেন ছড়িয়ে পড়েছিল।
প্রসঙ্গত, বুলগারির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বসাডরের জন্য বেছে নেওয়া হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। শুধু এই সংস্থা হয়ে প্রিয়াঙ্কা নয়, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া এবং ব্ল্যাকপিঙ্কের লিসার সঙ্গেও সর্বশেষ ব্র্যান্ডের প্রচারের জন্য দেখা যাবে।