Spinster Party: সামনেই বন্ধুর স্পিনস্টার পার্টি? সদলবলে যে ভাবে নজর কাড়বেন…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Mar 09, 2022 | 2:22 PM

Bachelorette party: বিয়ের আগে আজকাল জনপ্রিয়া বেড়েছে এই সব অনুষ্ঠানের। এদিন বেসিরভাগেরই পছন্দ ডিজাইনার ড্রেস। আজকাল অনলাইন থেকে স্টোর সর্বত্রই নানা রকম ডিজাইনার ড্রেসের রমরমা। এদিন বন্ধুরা এক রঙের ড্রেস পরলে দেখতে কিন্তু বেশ লাগে

Spinster Party: সামনেই বন্ধুর স্পিনস্টার পার্টি? সদলবলে যে ভাবে নজর কাড়বেন...
যে ভাবে নজর কাড়বেন ব্যাচেলরেট পার্টিতে

Follow Us

বিয়ে বাড়ির যে কোনও অনুষ্ঠানই আত্মীয় বন্ধুদের ছাড়া ভাবাই যায় না। তবুও মেহেন্দি, সঙ্গীত, ব্যাচেলরেট ( Bachelorette Party) পার্টি এসবের মুখ্য হল বন্ধুরাই। একসঙ্গে সবাই মিলে, হইচই কিংবা মজা করার সুযোগ এখন কেউই খুব একটা পান না। ফলে এই সব অনুষ্ঠানই ভরসা। আর বন্ধুদের সঙ্গে মজা, খুনসুটির স্মৃতিই কিন্তু থেকে যায় আজীবন। দিন কাল এখন আগের তুলনায় অনেকটাই বদলে গিয়েছে। তাই এই সব বিশেষ দিনে সকলেই ইন্দো-ওয়েস্টার্ন বেছে নিচ্ছেন। এদিন যে কোনও এক রঙের পোশাক পরলেও কিন্তু দেখতে বেশ লাগে। তবে এসবের আগে পার্টির জন্য নির্দিষ্ট জায়গা সাজিয়ে নিন। নির্দিষ্ট থিম রাখুন। সেই রঙেই পোশাক বেছে নিন।

ডিজাইনার ড্রেস-  আজকাল সব মেয়েদেরই পছন্দ ডিজাইনার ড্রেস। রাফেল শাড়ি, লেহঙ্গা শাড়ি, স্কার্ট, বিভিন্ন স্টাইলের ড্রেস, শারারা এসবই কিন্তু ট্রেন্ডিং। বিভিন্ন স্টোর তো আছেই, সেই সঙ্গে পেয়ে যাবেন অনলাইনেও। পিংক, গাঢ় সবুজ, নীল, সোনালি এসব রং এদিন দেখতে বেশ ভাল লাগে। তবে গরম পড়ে গিয়েছে। তাই চলতে পারে হাল ফ্যাশনের অরগ্যাঞ্জাও। এছাড়াও কাস্টমাইজড ওড়না বানিয়ে নিতে পারেন। স্কার্টের সঙ্গেও কিন্তু তাই দিয়ে সুন্দর ফ্যাশন করা যায়।

রেডি শাড়ি- মেখলা বা মহারাষ্ট্রের শাড়ি পরার কায়দাই এখন পরিচিত হয়েছে রেডি শাড়ি হিসেবে। আজকালকার অনেক মেয়েই ঠিকমতো শাড়ি পরতে পারেন না। ব্যস্ততার ফাঁকে সুন্দর করে শাড়ি পরার সেই সুযোগও যে সব সময় থাকে তা নয়। পার্টি ওয়্যার হিসেবে রেডিমেড শাড়ি এখন খুবই চলছে। ফলে নিজেদের পছন্দমতো অর্ডার দিয়ে এক রঙের শাড়ি আনিয়ে নিতেও পারেন।

টি-শার্ট-  এই বিশেষ দিন স্মরণীয় করে রাখতে বন্ধুরা মিলে একই রঙের টি-শার্ট পরুন। সাদা, আকাশী, মভ, পিংক এসব রং এদিনের অনুষ্ঠানে দেখতে ভাল লাগে। টিম ব্রাইড হিসেবে অনেকেই আগে থেকে বানিয়ে রাখেন। একরঙের শার্ট পরলে ছবিতেও দেখতে সুন্দর লাগে।

পিচ পিংক স্লিট ড্রেস- ব্রাইডস মেটরা এদিন পিচ পিংক স্লিট  ড্রেস পরতে পারেন। পার্টির সন্ধ্যেতে এদিন কিন্তু তা দেখতেও বেশ ভাল লাগে। এছাড়াও স্পিনস্টার পার্টি মানেই কিন্তু সেখানে নাচ-গান, আড্ডা, খাওয়াদাওয়া এসবই মুখ্য। তাই মানাসই পোশাক পরুন। সেই সঙ্গে এমন পোশাক পরুন যা আরামদায়ক হয়। আজকাল হোয়াইট শেডের যে কোনও পোশাকই ফ্যাশনে ইন। পার্টির ডেকোরেশনের সঙ্গে দেখতেও বেশ লাগে। বাহারি সানগ্লাসও সঙ্গে রাখুন।  সাদার উপরেও কোনও পোশাক বাছতে পারেন।

গয়না- এদিনের অনুষ্ঠানে জাঙ্ক জুয়েলারি দেখতে সবচেয়ে ভাল লাগে। এদিনের সাজ ট্র্যাডিশন্যাল না হয়ে বরং একটু অন্যরকম হোক। সঙ্গে রাখতে পারেন সানগ্লাস। জুতোতেও থাকুন বৈচিত্র্য। বন্ধুর শেষ ব্যাচেলরেট বলে কথা। সুন্দর ফটোশ্যুট চাই চাই।

Next Article
Lupita Nyong: ‘গ্ল্যামারাস দেশি গার্ল’ সাজে অস্কার-জয়ী লুপিতা নিয়ং! ভারতীয় ডিজাইনারের এই লেহেঙ্গাটির দাম কত?
Alia Bhatt: ‘সিলভাল ফয়েল শাড়ি’ বলে আলিয়াকে ট্রোলড! অসাধারণ এই শাড়িটির দাম শুনলে অবাক হবেন আপনি