বিয়ে নিয়ে প্রায় পাঁচ বছর ধরে নানা রকম পরিকল্পনা করে যাচ্ছে রিষিকা। বিয়ের দিন ( Winter wedding) কেমন সাজবে, কোন অনুষ্ঠানে কেমন শাড়ি পরবে, কেমন গয়না হবে এই নিয়ে পরিকল্পনার কোনও অন্ত ছিল না। শুধু শাড়ি নয়, কেমন গয়না হবে, কেমন সাজানো হবে( Wedding planning), কেমন মেকআপ হবে এই নিয়ে অনেক কিছুই ভাবনা ছিল ( Wedding fashion)। রাত জেগে খেটে খুটে বেশ কিছু ছবিও জোগাড় করে রেখেছিল সে। এদিকে প্রেমিক কুনালের বিয়ে নিয়ে কোনও হুঁশ নেই। রিষিকার আবার এসব ইভেন্ট প্ল্যানিং ভীষণ পছন্দের। সে সব সময় চায় একটা থিম মিলিয়ে পোশাক পরতে, পুরোটা সেই মত সাজাতে। কিন্তু সব প্ল্যানে বরাবর জল ঢেলে দেয় কুনাল।
কিন্তু এবার আর বিপত্তি ঘটানোর কোনও সুযোগই দিল না রিষিকা। নিজেই কুনালকে বগলদাবা করে নিয়ে বেরলো বিয়ের পোশাক বাছতে। কিন্তু রিসেপশনে কেমন পোশাক পরবে কুনাল এই নিয়ে ভাবতে গিয়ে দুজনেরই গলদঘর্ম অবস্থা। একবার ভাবে বাকিদের মত কোর্ট-স্যুট পরবে। আবার একবার ভাবে একটু ইন্দো ওয়েস্টার্ন কিছু বাছবে। ছেলেদের পোশাক নিয়ে সমস্যার সমাধান করতেই এবার ধুতি থেকে কুর্তা, জ্যাকেট সম্ভার সাজিয়ে নিয়ে বসেছে শর্বরী স্টুডিয়ো (Sharbari Studio’s)।
ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে দারুণ সম্ভার সাজিয়েছেন তাঁরা। ডিজাইনার কনকলতা দত্ত এবং অমলিন দত্ত এখনকার ছেলেদের কথা ভেবেই এই সব পোশাক ডিজাইন করেছেন। সিল্ক, র সিল্ক দিয়ে তৈরি ধুতি, পাঞ্জাবি, কুর্তা থেকে শুরু করে আঙ্গরাখা সবই কিন্তু আছে তাঁদের ঝুলিতে। সিল্কের পাঞ্জাবি বা জ্যাকেটে রয়েছে সুন্দর করে হ্যান্ড এমব্রয়ডারি।
বিয়ে মানেই কিন্তু প্রচুর কেনাকাটা। আর মেয়েরা যে এই বিষয়ে অনেকটাই এগিয়ে এ নিয়ে আর নতুন করে কিছু বলবার নেই। শাড়ি, লেহঙ্গা, কুর্তি- এক একটা অনুষ্ঠানে এক একরকম পোশাকের প্রয়োজন হয়। মেহেন্দিতে এক রকম , গায়ে হলুদে এক রকম শাড়ি, এনগেজমেন্ট পার্টিতে এক রকম পোশাক। আর শুধু বিয়ের পাত্র-পাত্রী নয়, বিয়ে নিয়ে বন্ধুদেরও কম প্ল্যানিং থাকে না। এখন বিয়েবাড়ি মানেই তাতে যেমন অনুষ্ঠানের ছড়াছড়ি থাকে তেমনই থাকে পোশাকের ঘনঘটাও। বন্ধুর পোশাকের সঙ্গে মিলিয়ে গায়ে হলুদে হলুদ পোশাক, শাড়ি লেহঙ্গা অনেক কিছুই থাকে কেনাকাটার। আর সেই সব সম্ভার সাজিয়ে নিয়ে প্রস্তুত উমাইরা। দেবরূপা ভট্টাচার্য বিয়ের মরশুমে মেয়ের জন্য বিশেষ ভাবে সাজিয়েছেন তাঁর কালেকশনস। এথনিক কুর্তা, লেহঙ্গা, গাউন শাড়ি সবই পাবেন এখানে। তাহলে আর দেরি কেন, ঝটপট শুরু করুন বিয়ের শপিং। বাঁধনি, মুগা, চান্দেরি, খাদি, জর্জেট সবই পেয়ে যাবেন এক ছাদের তলায়