Bollywood Fashion: হল্টার নেক বিকিনি টপে কোন তারকা নজর কাড়লেন, দেখুন এখানে…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 21, 2022 | 4:56 PM

বিকিনি কোনও অংশেই ফ্যাশনের থেকে বাইরে নয়। ফ্যাশনের অন্তর্গত। তবে সাম্প্রতিককালে যা ট্রেন্ড, তাতে হল্টার নেক বিকিনি টপেই (Halter neck bikini tops) বেশি মজেছেন তারকারা।

Bollywood Fashion: হল্টার নেক বিকিনি টপে কোন তারকা নজর কাড়লেন, দেখুন এখানে...
বিকিনি ড্রেসে সোনাল চৌহান ও জাহ্নবী কাপুর

Follow Us

কাজের ফাঁকে ছুটি কাটাতে বিদেশ ভ্রমণে বেড়িয়ে পড়েন সেলেব্রিটিরা (Bollywood Celebs)। নীল সমুদ্রের তীরে, সাদা বালিতে বসানো ইজি চেয়ারে গা এলিয়ে ছুটি কাটাতে ভালবাসেন তারকারা। মালদ্বীপের নীল সমুদ্রে পা ডোবানোর ইচ্ছা কেউই ধরে রাখতে পারেন না। তাই ভ্যাকেশনে (Vaccation) গেলেই সোশ্যাল মিডিয়া বিকিনি (Bikini Dress) পরে বেশ কয়েকটি হট ছবি দেওয়া চাই-ই চাই। জাহ্ণবী কাপুর (, পুজা হেগড়ে, সোনাল চৌহানের মত তারকারা সম্প্রতি বিকিনি পরে নানান পোজে ছবি তুলেছেন।

বিকিনি কোনও অংশেই ফ্যাশনের থেকে বাইরে নয়। ফ্যাশনের অন্তর্গত। তবে সাম্প্রতিককালে যা ট্রেন্ড, তাতে হল্টার নেক বিকিনি টপেই (Halter neck bikini tops) বেশি মজেছেন তারকারা। পুলে বা সমুদ্রের তীরে, বিকিনির বেশে কোন নায়িকা আপনার মন কাড়লেন, তা দেখে নিন…

কোনও সমুদ্র সৈকতে নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবী-কন্যার এই হলুদ রঙা ফ্লোলার হল্টার নেকের বিকিনি বেশ ভাইরাল হয়ে গিয়েছে। পুলের মধ্যে ফটোশ্যুটের সময় এই ফ্লোরাল প্রিন্টের হলুদ হল্টার নেককেই বেছে নিয়েছেন জাহ্নবী।

ম্যাচিং হট পিংক বিকিনি সেটে আগুন ঝরিয়ে দিয়েছেন সোনাল চৌহান। হল্টার বিকিনি টপে আলাদা করে নজর কেড়েছেন তিনি।

ক্রোসেট ফ্লোরাল লেস ও হল্টার নেক টপে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে একটি বোটে ছবিটি তুলেছেন।

বিকিনি টপে জাহ্নবীকে বহুবার দেখা গিয়েছে। মিষ্টি মনোকিনিতে কাটআউটের ডিজাইন বেশ নজরকাড়া। শুধু নজরেই নয়, এই পোশাকে শ্রীদেবীকন্যাকে যে বেশ বোল্ড লেগেছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: Bhumi Pednekar: বোল্ড লুকে কোভিড বার্তা! সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরিয়ে তাক লাগালেন ভূমি

Next Article