পরিস্থিতি যাই হোক না কেন, ক্রিসমাস পার্টি আর বছরের শেষ উত্সবে সাজের ব্যাপারে কখনও ত্রুটি রাখা যাবে না। এ বছরের কোনও পুজো-উত্সবই বাদ পড়েনি। তাই ক্রিসমাসে একচু একস্ট্রা আনন্দ করে পুরো বছরের সেরা অনুভূতি সঞ্চয় করা অবশ্যই দরকার। যে কোনও উত্সবেই সুন্দর ও আকর্ষণীয় ড্রেস কোড মাস্ট। ফেস্টিভ মুডের জন্য ফ্যাশনেবল যেমন ড্রেস চাই তেমনি সেই ড্রেস যেন আরামদায়কও হতে হবে। ক্রিসমাসের মধ্য দিয়েই বছর শেষের আনন্দ ও মন খারাপের দিনগুলি ভুলে যাওয়ার একটি অবস্থা। তাই আড়ম্বরপূর্ণ সাজসজ্জা. নজরকাড়া পোশাক, উপাদেয় ও সুস্বাদু খাবারের ঘ্রাণ নিয়েই পরিপূর্ণতা পায় উত্সবের স্পন্দন। মানানসই ফ্যানেবল পোশাক ও তার সঙ্গে মেকআপেই যেন উত্সবের রঙ আরও উজ্জ্বলতা পায়। একে রবিবার, তার উপর ক্রিসমাসের সেরা পার্টির আয়োজন। তাই শেষ মূহুর্তে সেরা ফ্যাশন টিপসগুলি এখানে দেওয়া রইল, যা আপনাকে সম্পূর্ণ করতে সাহায্য করবে।
ক্রিসমাস মানেই লাল ও সবুজ
বড়দিন মানেই লাল ও সবুজ রঙের ছোঁয়া। অফিস ক্রিসমাস পার্টি, হাউস পার্টি বা আরও অনেক ঘরোয়া আয়োজনে এদিন লাল ও সবুজের গুরুত্বই আলাদা। আজ যদি জমিয়ে পার্টি করার মুডে থাকেন তাবলে এই দুটি রঙের কোট বা জামা পরতে পারেন। তবে লাল ও সবুজ ছাড়াও কালো রঙ পার্টিওয়্যারের জন্য পারফেক্ট ড্রেস কোড। এছাড়া বড়দিনের পার্টিতে কালো রঙের যে কোনও ধরনের স্টাইলিস পোশাক দারুণ মানানসই। যে কোনও একটি রঙের ড্রেস বেছে নিতে পারেন আবার ডুয়েল কালারের ড্রেসও ভাল যায়। ক্লাসিক ক্রিসমাসের রঙগুলিকে যে কোনও কনট্রাস্টের সঙ্গে মিলিয়েও নজর কাড়তে পারেন।
২. প্লেইড- প্লেইড শার্ট, প্যান্ট ও স্কার্ট হল ক্লাসিক লুক। সারা বছর যে কোনও পার্টিতে পরা যায়। পার্টিতে যদি আরামদায়ক কোনও ড্রেস পরতে চান, তাহলে এইধরনের পোশাক বেছে নিতে পারেন। ক্রিসমাস মানেই উজ্জ্বল ও ঝকমকে পোশাক চাই, এমন কোনও কথা নেই। সাদা, কালো, লাল, সবুজ রঙের সংমিশ্রণেই দেখতে সুন্দর লাগে। সাদা-কালো, কালো-লাল, সাদা-লাল, লাল-সবুজ, সাদা-সবুজ রঙের টপস ও লেদার বা ডেনিমের জিন্স পরতে পারেন। আর যদি প্লেইড প্যান্ট থাকে থাহলে টার্টলনেক টপ বা সোয়েটার বেছে নিতে পারেন। প্যান্টের ফিটের উপর নির্ভর করে আপনি কেমন জুতো পরবেন। হিলস নাকি স্নিকার্স, কোনটি ভাল মানাবে, তা বেছে নিতে পারেন। কালো ও লাল রঙের একটি প্লেইড স্কার্ট পরার পরিকল্পনা করলে তার সঙ্গে কালো টপ বা সোয়েটার মিলিয়ে বেছে নিতে পারেন। সঙ্গে একজোড়া স্টকিংস বা বুট পরতে পারেন। তাতে বোল্ড ও সেক্সি লুক আসবে।
৩. সিক্যুইনস- সব ফ্যাশনের সঙ্গে সিক্যুইনড ড্রেস দারুণ ফিট। আর বড়দিনের জন্য তো পারফেক্ট ম্যাচ। ক্লাসিক ও বোল্ড লুক পেতে হলে পোশাকও বাছুন নিজের পছন্দমত। স্কার্ট, ড্রেস বা প্যান্টের সঙ্গে যদি ঝলমলে সিক্যুইনড কিছু বেছে নেন, তাহলে আজ পার্টিতে আপনাকে ছাড়া অন্য কারোর চোখে কেউ ধরা পড়বে না। সুপার স্টাইলিশ হতে সোনালি, কালো, সিলভার, লাল ও বটল গ্রিন রঙের মত সিক্যুইনড ড্রেস বেছে নিতে পারেন। তবে এরসঙ্গে অবশ্যই স্টিলেটোস বা পিপটো পরার চেষ্টা করুন। তাহলেই সাজ হবে সম্পূর্ণ।
৪. স্কার্ফ ও বেনিজ
বড়দিনে সবচেয়ে বেশি আকর্ষণীয় হল লাল টুপি, স্কার্ফ ও পশমি বেনিজ। ক্লাসিক ক্রিসমাস পার্টিতে এমন সাজ খুবই সাধারণ। কিন্তু পোশাক ক্রিসমাসের জন্য পারফেক্ট বলে মনে না হলে, ওই লাল স্কার্ফ ও বেনি দিয়েই লুক বদলে ফেলতে পারেন। ইন্ডিয়ান ও ওয়েস্টার্নের জন্য এই দুটি জিনিস সমান মানানসই। ক্রিসমাস পার্টিতে যাবেন, কিন্তু পার্টির জন্য মানানসই স্কার্ট বা ড্রেস নেই! না থাকলে কোনও চিন্তা করার কিছু নেই। কারণ সুন্দর কুর্তির সঙ্গে লাল স্কার্ফ বা ওড়না নিতে পারেন। বিভিন্ন স্টাইল করে ম্যাচিং করতে পারেন।