চেহারা যেমনই হোক না কেন পার্টি-অনুষ্ঠানে সাহসী পোশাক পরাটাই এখন ট্রেন্ড। বাঙালি মেয়েদের পেটে-কোমরে আর নিকম্বে সামান্য হলেও মেদ থাকবে এটাই স্বাভাবিক। সুস্থ থাকতে প্রয়োজনীয় ওজন ঝরিয়ে ফেলতেই হবে। তাই বলে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলারও কোনও প্রয়োজন নেই। এতে নষ্ট হয়ে যায় শরীরের স্বাভাবিক লালিত্য। সাহসী পোশাক পরতে হলে মডেলদের মত দেখতে হবে- সমাজে এমন ভাবধারা মানুষই তৈরি করেছে। পছন্দের নায়িকা সাইজ জিরো হয়েছেন বলেই যে আপনাকেও সেই একই পথে হাঁটতে হবে এরকম কোনও বাধ্য বাধকতা নেই। নুডলস স্ট্র্যাপ জামা কিংবা ডিপকাট শার্ট পরতে পারেন মোটা মেয়েরাও। এক্ষেত্রে সমস্যা একটাই। যাঁদের চেহারা একটু ভারীর দিকে তাঁদের মোটা স্ট্র্যাপের ব্রা পরতে হয়। কিছু পোশাক এমন থাকে যেখানে এই স্ট্র্যাপ দেখা গেলে খারাপ লাগে। আবার যদি ডিপ কাটের কোনও শার্ট পরেন তাহলে বুকের সামনে ফাঁকা হয়ে থাকে। প্রকাশ্যে এভাবে বেরোতে যে কোনও মেয়েরই অস্বস্তি হয়। তাই মেয়েদের জন্য রইল সহজ কিছু টিপস।
যে কোনও বোল্ড আউটফিটের কাট সাধারণ পোশাকের থেকে যে আলাদা হবে এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই। ধরা যাক আপনার গড়ন গোলগাল তবে শরীরে অতিরিক্ত মেদ নেই। এক্ষেত্রে যে কোনও বোল্ড পোশাক কেনার সঙ্গে অবশ্যই জোর দিন অর্ন্তর্বাসে। পোশাকের সঙ্গে মানানসই অন্তর্বাস কিনুন। আজকাল ট্রান্সপারেন্ট ব্রা যে কোনও দোকানেই পাওয়া যায়। অধিকাংশ প্যাডেড ব্রা এর সঙ্গে এইরকম স্ট্র্যাপ দেওয়াই থাকে। এরকম ব্রা পরলে আলাদা করে কোনও অসুবিধে হয় না। এছাড়াও কিনতে পারেন কনর্ভাটার ব্রা। এই ব্রা-ও আপনি যে ভাবে খুশি পরতে পারেন। এছাড়াও অনেক পোশাকেই এখন কাপ বসানো থাকে আলাদা করে।
শার্ট কেনার সময় খেয়াল রাখবেন তা যেন বেশি টাইট না হয়। বেশি টাইট হলে বসে থাকলেই কিন্তু দেখতে খারাপ লাগে। বুকের কাছে ফাঁকা হয়ে যায়। এছাড়াও ডাবল বোতাম দেওয়া শার্ট পরতে পারেন। এতেও কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। এছাড়াও আরও যা কিছু অবশ্যই মাথায় রাখবেন-
নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন- মন থেকে নিজেকে বলুন এই পোশাকে আপনি ফিট। মনের দিক থেকে কোনও রকম দ্বিধা রাখবেন না। আপনার আত্মবিশ্বাসই প্রকাশ পাবে পোশাকে।
আগে থেকে ট্রায়াল দিন- রোজকার জামাকাপড়ের বাইরে যদি অন্য কোনও কিছু পরেন তাহলে আগে থেকে অবশ্যই একবার ট্রায়াল দিয়ে দেখে নেবেন। যদি কোনও রকম অল্টারেশনের প্রয়োজন হয় তাও করিয়ে রাখবেন। বোল্ড আউটফিটের তখনই দেখতে ভাল লাগে যদি আপনি সঠিক অন্তর্বাস পরেন। এ ব্যাপারে খেয়াল রাখা খুবই জরুরি।
বেড়াতে গেলে পরুন- অধিকাংশজনই বাড়ির বাইরে কোথাও গেলে তখনই অন্য রকম আউটফিট পরেন। পোশাক পছন্দের হলেও এখনও কিছু জনের মনের মধ্যে একটা সংশয় থাকে। চেনা পোশাকের বাইরে অস্বস্তি এড়িয়ে অন্য কোনএ কিছু পরতে চাইলে একই পন্থা নিন আপনিও। বাইরে বেড়াতে গেলে তখনই অন্যরকম কোনও পোশাক পরুন। তবে নিজের বোল্ডনেস কিন্তু নিজের কাছেই। এই তকমা নিজেকেই ছিনিয়ে আনতে হবে।