Canne Controversy: চড়া মেকআপ, অদ্ভূত পোশাক, বেসামাল দীপিকা থেকে ঐশ্বর্য, কান-এর রেডকার্পেটে হাসির রোল
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 16, 2022 | 4:00 PM
Red Carpet: কান থেকে ডাক পাওয়া মানেই সেলেবদের প্রথম যে প্রসঙ্গ মাথায় আসে তা হল ফ্যাশন। কিন্তু সব সময় কি সব সমীকরণ সফল হয়! তেমনই কান-এর রেডকার্পেটও সাক্ষী থাকল বেশ কিছু ভুল ফ্যাশনের।
1 / 5
Red Carpet: কান থেকে ডাক পাওয়া মানেই সেলেবদের প্রথম যে প্রসঙ্গ মাথায় আসে তা হল ফ্যাশন। কিন্তু সব সময় কি সব সমীকরণ সফল হয়! তেমনই কান-এর রেডকার্পেটও সাক্ষী থাকল বেশ কিছু ভুল ফ্যাশনের।
2 / 5
ঐশ্বর্য রাই বচ্চন- ঐশ্বর্য রাই যেখানে সেরা সুন্দরীর তকমা মাথায় নিয়ে বসে তিনিই কি না পেয়েছিলেন, খারাপ মেকআপের তকমা।
3 / 5
দীপিকা পাড়ুকোন- সবুজ গাউনে সকলের নজর কেড়ে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। আজও সোশ্যাল মিডিয়ায় ফিরে ফিরে আসে।
4 / 5
প্রিয়াঙ্কা চোপড়া- বোল্ড লুকে প্রিয়াঙ্কা রেড কার্পেটে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন, কিন্তু কোথাও গিয়ে যেন শরীরের মেদ, সঙ্গে সিম্পল লুকে রেডকার্পেটে উপস্থিত হওয়াতে কটাক্ষের শিকার।
5 / 5
বেলা হ্যাডিড- উন্মুক্ত বক্ষ, কালো গাউনে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই ছবি এখনও ফিরে ফিরে আসে বিতর্কিত পোশাকের তালিকাতে।