Recipe: মাটির হাঁড়িতে বানিয়ে ফেলুন চিকেনের এই সুস্বাদু ডিশ…
আজ আপনার জন্য থাকল বিহারি চিকেন রান্নার পদ্ধতি। একে আপনি প্রচলিত মতে হান্ডি চিকেনও বলতে পারেন। এটি রান্না জন্য আপনাকে মাটির হাঁড়ির ব্যবহার করতে হবে।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে কাল আর পরশু ঘোরতর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সময়ে নিরামিষ খাবার খেতে নিশ্চয়ই আমাদের কারোরই ভাল লাগে না। একেই বাইরে বেরনোর সম্ভাবনা কমে যায়, তার ওপর বাড়িতে বসে থাকার সময় বাইরের বৃষ্টি আমাদের মনটাকে বেশ খানিকটা উদাস করে দেয়।
এই সময়ে আপনার দরকার একটা চটকদার রেসিপি। আজ আপনার জন্য থাকল বিহারি চিকেন রান্নার পদ্ধতি। একে আপনি প্রচলিত মতে হান্ডি চিকেনও বলতে পারেন। এটি রান্না জন্য আপনাকে মাটির হাঁড়ির ব্যবহার করতে হবে। মাত্র ৪৫ মিনিটেই তৈরি হয়ে যাবে এই হান্ডি চিকেন বা বিহারি চিকেন।
উপকরণ: (৩ জনের পরিবেশনের ক্ষেত্রে)
- ৭০০ গ্রাম মুরগির মাংস
- ৩ টে বড় পেঁয়াজ কুচি
- ২ টি রসুন কুচি
- ২ টেবিল চামচ আদা বাটা
- ১ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
- হাফ চা চামচ হলুদ গুঁড়ো
- ৪ টেবিল চামচ টকদই
- ২ টেবিল চামচ গোটা গরম মশলা
- হাফ চা চামচ গোটা গোলমরিচ
- ২ থেকে ৩ টে তেজপাতা
- ৩ থেকে ৪ টে শুকনো লঙ্কা
- পরিমাণ অনুযায়ী সর্ষের তেল
পদ্ধতি:
- প্রথমে মাটির হাড়িকে ভাল করে ধুয়ে নিতে হবে । এরপর তাকে ভাল করে শুকিয়ে তাতে তেল মাখিয়ে রাখতে হবে।
- এরপর একটি আলাদা পাত্রে মুরগির মাংসকে টকদই, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মেখে আধ ঘণ্টা রাখতে হবে।
- এবারে মাটির হাড়িতে তেল দিয়ে গ্যাসে বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে তাতে মাংস ঢেলে গ্যাসের আগুন অল্প বাড়িয়ে ১০ মিনিট ধরে নাড়াচাড়া করুন।
- এবার ১০ মিনিট পর গ্যাস থেকে হাড়িটি নামিয়ে একটি রুটি করার তাওয়া বসান। এবার গ্যাসের আগুন কমিয়ে হাড়িটির চারধারে আটা লাগিয়ে ঢাকা দিয়ে দিন।
- এবার হাড়িটিকে তাওয়ার ওপর বসিয়ে দিতে হবে।
- এভাবে ৪০ মিনিট রাখার পর আস্তে করে বাইরে থেকে হাড়িটি একটু নাড়িয়ে আরো ৫ মিনিট রেখে দিতে হবে।
- এবার গ্যাস অফ করে দিন।
- এরপর আরো ১০ মিনিট এভাবে তাওয়ার ওপর হাড়িটি রাখুন। ১০ মিনিট পর আস্তে আস্তে ঢাকনা খুলে নিলেই তৈরি মাটির হাড়ির বিহারি চিকেন বা হান্ডি চিকেন।
আরও পড়ুন: একদম অন্য স্বাদের পনিরের পদ বানাতে এই রান্না আদর্শ! কীভাবে বানাবেন, রইল তার রেসিপি…
আরও পড়ুন: মিষ্টির শহরে রসগোল্লার প্রেমে পড়লেন ব্রিটিশ হাই কমিশনার!
আরও পড়ুন: মাটনের এই পর্তুগীজ রেসিপি আগে কখনও বানিয়েছেন? বানিয়ে দেখুন মাটন ক্যাফ্রিয়েল…