বাজেট শেষ, বছর শেষের পার্টিতে ফ্যাশন করবেন কীভাবে?

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 22, 2020 | 11:48 AM

কোনও রকম খরচ না করেও কী করে ফ্যাশনেবল হওয়া যায়, জেনে নিন তার সুলুক সন্ধান।

বাজেট শেষ, বছর শেষের পার্টিতে ফ্যাশন করবেন কীভাবে?
পার্টিতে সাজগোজ করবেন কীভাবে?

Follow Us

মাসের শেষ। হাতে টাকা এক্কেবারে নেই। বছরের অন্য ১১টি মাসের শেষে এতটা সমস্যা হয় না। কিন্তু ১২তম মাস অর্থাৎ ডিসেম্বরের শেষে হাতে টাকা না থাকলে ভারী সমস্যা। কারণ শুধু তো মাস শেষ নয়, একটা গোটা বছর শেষ। ভরপুর পার্টি সিজন। এই সময় পকেট ভর্তি না থাকলে ফ্যাশনেবল হবেন কীভাবে? তার উপর ২০২০-তে করোনার দাপটে মাইনে কমেছে অনেকের। অ্যাপ্রাইসালও বন্ধ। এ হেন পরিস্থিতিতে পার্টি হলেও সেখানে সাজগোজ করবেন কীভাবে? সে পরামর্শই দেওয়ার চেষ্টা করলাম আমরা। কোনও রকম খরচ না করেও কী করে ফ্যাশনেবল হওয়া যায়, জেনে নিন তার সুলুক সন্ধান।

১) নতুন পোশাক না হলে স্টাইল করা যাবে না, তা আবার হয় নাকি? যে কুর্তিটা জিনসের সঙ্গে পরতেন, সেটাই পালাজো দিয়ে ট্রাই করুন। অথবা শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ না পরে, হাইনেক পুলওভার পরে নিন। ফর্মাল শার্টের সঙ্গে একটা স্কার্ফ নিতে পারেন। এভাবেই মিক্স অ্যান্ড ম্যাচ করে বদলে ফেলুন সাজ।

আরও পড়ুন, মায়ের সংগ্রহের কোন কোন পোশাক পরে সহজেই ফ্যাশন করতে পারেন মেয়েরাও?

২) সানগ্লাস, ঘড়ি, টুপি বা জুতো হতে পারে আপনার বছর শেষের পার্টির ম্যাচমেকার। চেনা পোশাকের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে অ্যাকসেসেরিজ পরুন। খুব ইচ্ছে হলে পকেটফ্রেন্ডলি বাজেটে কিনেও নিতে পারেন অ্যাকসেসেরিজ।

৩) পোশাকে লেয়ার তৈরি করুন। ওয়েস্টার্ন আউটফিটে সাজতে চাইলে ঢোলা স্কার্টের সঙ্গে ওয়েস্টকোট অথবা সোয়েটারের সঙ্গে লং ব্লেজার ট্রাই করুন। ওয়ার্ড্রোব ঘেঁটে দেখলে এ সব পোশাক থাকবেই।

আরও পড়ুন, শীতের বিয়েবাড়িতে লেহেঙ্গা পরেও ঠাণ্ডা আটকাবেন কীভাবে?

৪) একান্তই যদি নিজের পোশাক পছন্দ না হয়, মায়ের আলমারিতে হাত বাড়ান। মায়ের কার্ডিগান বা কামিজ অন্য রকম গয়না দিয়ে পরে ফেলুন। পার্টি জমে যাবে।

Next Article