Supermoon 2024: ‘বামনরাও হাত বাড়ালে পেয়ে যেতেন চাঁদ’! একবার সুপারমুনের ছবিগুলো দেখবেন নাকি?

TV9 Bangla Digital | Edited By: সায়ম কৃষ্ণ দেব

Nov 17, 2024 | 7:18 PM

Supermoon 2024: এই বছরের শেষ সুপারমুন বা 'বিভার মুন' দেখা গিয়েছে ১৬ নভেম্বর। ভারতীয় সময়ে রাত ২টো ৫৮মিনিটে ভারত থেকে দেখা গিয়েছে এই সুপারমুন। দেখুন সেই অপূর্ব সুন্দর ছবি।

1 / 8
সুপারমুন যা আবার 'বিভার মুন' নামেও পরিচিত শেষবারের মতো দেখা দিল এই বছরে। বছরে চারবার এই সুপারমুন দেখা যায়।

সুপারমুন যা আবার 'বিভার মুন' নামেও পরিচিত শেষবারের মতো দেখা দিল এই বছরে। বছরে চারবার এই সুপারমুন দেখা যায়।

2 / 8
একেক সময় এই সুপার মুনকে এক একটি নামে ডাকা হয়। অগস্টে যে সুপায়মুন দেখা যায় তাকে বলে স্টার্জন মুন, সেপ্টেম্বরে যে সুপারমুন দেখা যায় তাকে বলে হারভেস্ট মুন এবং অক্টোবরে যে সুপারমুন দেখা যায় তাকে বলে হান্টার মুন।

একেক সময় এই সুপার মুনকে এক একটি নামে ডাকা হয়। অগস্টে যে সুপায়মুন দেখা যায় তাকে বলে স্টার্জন মুন, সেপ্টেম্বরে যে সুপারমুন দেখা যায় তাকে বলে হারভেস্ট মুন এবং অক্টোবরে যে সুপারমুন দেখা যায় তাকে বলে হান্টার মুন।

3 / 8
এই বছরের শেষ সুপারমুন বা 'বিভার মুন' দেখা গিয়েছে ১৬ নভেম্বর। ভারতীয় সময়ে রাত ২টো ৫৮মিনিটে ভারত থেকে দেখা গিয়েছে এই সুপারমুন। দেখুন সেই অপূর্ব সুন্দর ছবি।

এই বছরের শেষ সুপারমুন বা 'বিভার মুন' দেখা গিয়েছে ১৬ নভেম্বর। ভারতীয় সময়ে রাত ২টো ৫৮মিনিটে ভারত থেকে দেখা গিয়েছে এই সুপারমুন। দেখুন সেই অপূর্ব সুন্দর ছবি।

4 / 8
সূর্যাস্তের প্রায় ২০ থেকে ৩০ মিনিট পরে দিন চাঁদ উঠতে দেখা যায় আকাশে। গোধূলি আকাশে এই দিন চাঁদকে বিশেষভাবে বড় ও আলোকিত দেখায়। এই দৃশ্য যেন অদ্ভুত সুন্দর।

সূর্যাস্তের প্রায় ২০ থেকে ৩০ মিনিট পরে দিন চাঁদ উঠতে দেখা যায় আকাশে। গোধূলি আকাশে এই দিন চাঁদকে বিশেষভাবে বড় ও আলোকিত দেখায়। এই দৃশ্য যেন অদ্ভুত সুন্দর।

5 / 8
'বিভার মুন' নাম এসেছে উত্তর আমেরিকা থেকে। এই সময়ে সকলে শীতের প্রস্তুতিতে ব্যস্ত থাকে তাই একে বিভার মুন বলে। এই পূর্ণিমাকে তুষার চাঁদও বলে, একে শীতকালের সূচনা বলেও মনে করা হয়।

'বিভার মুন' নাম এসেছে উত্তর আমেরিকা থেকে। এই সময়ে সকলে শীতের প্রস্তুতিতে ব্যস্ত থাকে তাই একে বিভার মুন বলে। এই পূর্ণিমাকে তুষার চাঁদও বলে, একে শীতকালের সূচনা বলেও মনে করা হয়।

6 / 8
এই সুপারমুনের সময় আকাশে তারাদের বিশেষ এক ধরনের সমষ্টি দেখতে পাওয়া যায়। তাকেই বলে 'সেভেন সিস্টারস'।

এই সুপারমুনের সময় আকাশে তারাদের বিশেষ এক ধরনের সমষ্টি দেখতে পাওয়া যায়। তাকেই বলে 'সেভেন সিস্টারস'।

7 / 8
সুপারমুনের সময় চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে যে স্থানে অবস্থান করে তা পৃথিবীর সবচেয়ে কাছে হয়। তাই এই সময় চাঁদকে খুব বড় দেখায়।

সুপারমুনের সময় চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে যে স্থানে অবস্থান করে তা পৃথিবীর সবচেয়ে কাছে হয়। তাই এই সময় চাঁদকে খুব বড় দেখায়।

8 / 8
এই সময় চাঁদকে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪% বড় এবং ৩০% পর্যন্ত উজ্জ্বল দেখায়। খাকি চোখে যা আরও সুন্দর দেখায়।  এমনকি এই দৃশ্য উপভোগ করার জন্য কোনও টেলিস্কোপ বা দূরবীন প্রয়োজন হয় না। খালি চোখেই ধরা পড়ে সেই দৃশ্য। সব ছবি - Getty Images।

এই সময় চাঁদকে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪% বড় এবং ৩০% পর্যন্ত উজ্জ্বল দেখায়। খাকি চোখে যা আরও সুন্দর দেখায়। এমনকি এই দৃশ্য উপভোগ করার জন্য কোনও টেলিস্কোপ বা দূরবীন প্রয়োজন হয় না। খালি চোখেই ধরা পড়ে সেই দৃশ্য। সব ছবি - Getty Images।

Next Photo Gallery