মাথায় উকুন? চুলের ক্ষতি তো হবেই দেখা যাবে এই সব সমস্যাও

utsha hazra |

Apr 07, 2021 | 4:09 AM

উকুন নিজে কোনও রোগের বাহক নয়। তবে তা দীর্ঘদিন মস্তিষ্কে বাসা বাঁধার ফলে মানবদেহে আনুষঙ্গিক নানা রোগের সৃষ্টি হতে পারে।

মাথায় উকুন? চুলের ক্ষতি তো হবেই দেখা যাবে এই সব সমস্যাও

Follow Us

উকুন নামক পরজীবী প্রাণীর মাথায় হঠাৎ আগমন লজ্জার বিষয় নয়। বরং প্রথম অবস্থাতেই এই সমস্যা না সারালে ফল হবে উল্টো।

কী কী রোগ হতে পারে?

উকুন নিজে কোনও রোগের বাহক নয়। তবে তা দীর্ঘদিন মস্তিষ্কে বাসা বাঁধার ফলে মানবদেহে আনুষঙ্গিক নানা রোগের সৃষ্টি হতে পারে। যেমন-

মাথায় র‍্যাশ
উকুন তাঁর স্যালাইভা বা লালা ব্যবহার করে মানুষের মস্তিষ্ককে তাঁর বিচরণ ক্ষেত্র বানিয়ে ফেলে অতি কম সময়েই। উকুন স্ক্যাল্পে হেঁটে চলে বেরালে স্বভাবতই চুলকানোর অনুভূতির সৃষ্টি হয়। অতিরিক্ত চুলকোলে তা থেকে হতে পারে মস্তিষ্কের ত্বকের ইনফেকশান। মাথা ভরে যেতে পারে লাল লাল র‍্যাশে।

অনিদ্রা
উকুন স্ক্যাল্পে ঘুরে বেরালে শরীরে যে ধারাবাহিক অস্বস্তির সৃষ্টি হয় তা রাতের বেলা আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটাতে পারে, যা থেকে আপনি ইনসমনিয়া বা অনিদ্রাজনিত রোগে আক্রান্ত হতে পারেন।

হীনমন্যতা
মাথায় উকুন হয়েছে মানে সমাজের কাছে এখনও হাসির পাত্র বলে বিবেচিত হয় ব্যক্তি। ফলে স্বাভাবিক ভাবেই গ্রাস করে হীনমন্যতা। যা শারীরিক স্বাস্থ্যর অবনতি ঘটানোর পাশপাশি প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও

চুল পড়া এবং রুক্ষ হয়ে যাওয়া

উকুনের কারণে চুলের গোড়া আলগা হয়ে অত্যধিক চুল পড়তে পারে। একই সঙ্গে চুলের স্বাস্থ্যও খারাপ হয়ে গিয়ে চুল রুক্ষ হয়ে যেতে পারে।

Next Article