করোনা কালেও স্টাইলে কোনও কমতি নেই। বলি থেকে টলি সেলেবরা মাস্ক বা সামার লুক ফ্যাশানে মাত করছেন। গরমে শুধু শাড়ি দিয়েও নজর কাড়তে পারেন, তা বলাই বাহুল্য। সুতির মিক্সম্যাচ ড্রেস, কুল শার্ট, টপস, স্কার্টস, শর্টস, রিসর্ট ওয়্যারের পাশাপাশি হালকা শাড়িও এই মুহূর্তে নয়া ট্রেন্ড।
কোয়ারান্টিন আউটফিটের জন্য যে কোনও ধরণের শাড়ি এখন নতুন ফ্যাশান লুক। ডিজাইনারদের মতে, গ্রীষ্মকালে যে রুক্ষ আবহাওয়া তৈরি হয়, তাতে মহিলাদের কর্মক্ষেত্রে বা যে কোনও অনুষ্ঠানের জন্য হালকা ও আরামদায়ক পোশাক পছন্দ করেন। কোটা, চান্দেরি, লিনেন বা অরগ্যানজা জাতীয় শাড়ি এই গরমে ট্রেন্ডিং। এছাড়া হ্যান্ডলুম খাদি, কাঞ্চি, মঙ্গলগিরি, ভেঙ্কটগিরির মতোন সুতির শাড়িও পরতে পারেন। পারিবারিক অনুষ্ঠানের জন্য কোটা ও খাদির জামদানির শাড়ি কিনতে পারেন। মামানসই জুয়েলারি ও হেয়ারস্টাইল মাস্ট।
হালকা সেডের শাড়ির লুকে বেশি ফোকাস থাকে ডিজাইনারদের। হালকা গোলাপি, নীল, হলুদ ও উজ্জ্বল প্যাস্টেল রঙের শাড়ি বেশ জনপ্রিয়। এই ধরণের শাড়ির চাহিদাও বেশি।