সত্যিই কি বেসন মাখলে ত্বকের কালো ছোপ পরিষ্কার হয়? যা বলছেন বিশেষজ্ঞ…
Skin Care Tips: ইনস্টাগ্রামে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানা ভিডিয়ো এবং রিলসেই দাবি করা হয়, বেসন মাখলে ত্বকের কালো ছোপ বা দাগ পরিষ্কার হয়ে যায়, ত্বক উজ্জ্বল হয়। অনেকে না জেনে বুঝেই সব কিছু বিশ্বাস করে নিয়ে সমস্যায়ও পড়েন।

সোশ্যাল মিডিয়ায় অনেকে ‘বিশেষজ্ঞ’ হয়ে ওঠেন। নানা বিষয়ে বলেন, তথ্য জোগান। সবই কি সত্যি? এমনটা নাও হতে পারে। স্কিন কেয়ার বা ত্বকের যত্ন কী ভাবে নেবেন, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিয়ো পাওয়া যাবে। সব বিশ্বাস করলে লাভের চেয়ে ক্ষতিই হতে পারে বেশি। বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই নানা-মত পাওয়া যায়। তেমনই একটা হল বেসন এবং ত্বকের যত্ন।
ইনস্টাগ্রামে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানা ভিডিয়ো এবং রিলসেই দাবি করা হয়, বেসন মাখলে ত্বকের কালো ছোপ বা দাগ পরিষ্কার হয়ে যায়, ত্বক উজ্জ্বল হয়। অনেকে না জেনে বুঝেই সব কিছু বিশ্বাস করে নিয়ে সমস্যায়ও পড়েন। অ্যালার্জি, ত্বক জ্বালা করা, দাগ আরও বেড়ে যাওয়া এবং ত্বকের যে প্রাকৃতিক রং তাতেও নেতিবাচক প্রভাব ফেলে।
সত্যিই কি বেসন মাখলে মুখের কালো ছোপ দূর হয়? চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ভাবুক ধীরের মতে, এই দাবির বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই। বেসনে সামান্য পরিমাণে এক্সফলিয়েটিংয়ের গুণ থাকে। যার ফলে ত্বকের যে মরা কোষ থাকে, সেগুলো পরিষ্কার হতে পারে। ফলে সামান্য ঔজ্জ্বল্যও বাড়তে পারে। ত্বক তরতাজা দেখায়। কিন্তু গভীর কালো ছোপের স্থায়ী সমাধান নয়।
বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ভাবুক ধীর জানান, ত্বকের যাবতীয় দাগ দূর করার জন্য় সঠিক চিকিৎসার প্রয়োজন। যে কারও কথা শুনে, ত্বকে যা কিছু না মাখাই শ্রেয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক জিনিস ব্যবহার করার কথাই বলছেন তিনি।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের পরামর্শ নিন।
