এসিও চালাবেন, মোটা বিলও আসবে না! এই ট্রিকেই মুশকিল আসান
গরমের চোটে একেবারে নাজেহাল আট থেকে আশি। তাই স্বস্তি পেতে এসিই ভরসা। কিন্তু সারাদিন ধরে এসি চালিয়েই, ইলেকট্রিক বিল দেখে মাথায় হাত!

বৃষ্টি পড়লেও, গরম যেই কে সেই, রোজই তাপমাত্রার পারদ চড়ছে। গরমের চোটে একেবারে নাজেহাল আট থেকে আশি। তাই স্বস্তি পেতে এসিই ভরসা। কিন্তু সারাদিন ধরে এসি চালিয়েই, ইলেকট্রিক বিল দেখে মাথায় হাত! এই চিত্র এখন বেশিরভাগ মধ্যবিত্ত বাড়ির। কিন্তু জানেন, জমিয়ে এসিও চালাবেন, কিন্তু মোটা টাকা বিলও আসবে না! হ্যাঁ, এমনও রয়েছে ট্রিক। কী ট্রিক?
বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন এসির তাপমাত্রা কমাতে থাকলে, বিদ্যুতের উপর চাপ পড়ে, এতে বেশি বিদ্যুৎ খরচ হয়। বরং একবারে মোটামুটি একটা তাপমাত্রা বেছে নিন। এবং সেই তাপমাত্রাতেই আটতে থাকুন। দেখবেন বিল আসবে কম।
শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন, বরং প্রয়োজনে একডিগ্রি করে বাড়াতে পারেন এসির তাপমাত্রা। এতে এসিও থাকবেও ভাল এবং বিদ্যুৎ খরচাও হবে কম। অর্থাৎ, ২৩ ডিগ্রি থাকলে, ২৪ ডিগ্রি বাড়িয়ে, সেই তাপমাত্রাকেই আটক রাখুন।
