চোখে কিছু পড়লেই রগড়ে দিচ্ছেন? বোঝার আগেই ঘটে যাবে বড় বিপদ

আকাশ মিশ্র |

Mar 31, 2025 | 1:17 PM

অনেক সময়ই ঘর পরিষ্কার করতে গিয়ে কিংবা রাস্তায় গাড়ি চালানোর সময় চোখ টুক করে চোখের ভিতর ধূলো বা ছোট্ট কিছু ঢুকে গেলেই হাত দিয়ে চোখ রগড়াতে শুরু করে দিই।

চোখে কিছু পড়লেই রগড়ে দিচ্ছেন? বোঝার আগেই ঘটে যাবে বড় বিপদ

Follow Us

অনেক সময়ই ঘর পরিষ্কার করতে গিয়ে কিংবা রাস্তায় গাড়ি চালানোর সময় চোখ টুক করে চোখের ভিতর ধূলো বা ছোট্ট কিছু ঢুকে গেলেই হাত দিয়ে চোখ রগড়াতে শুরু করে দিই। কিন্তু এই চোখ রগড়ানো মোটেই ভাল কাজ নয়। এতে বিপদ হতে পারে। এমনকী, বিশেষজ্ঞরা বলছেন, চিরজীবনের জন্য চোখ নষ্ট হতে পারে।

১) হাতের মধ্যে সবচেয়ে বেশি জীবাণু,ব্যাকটেরিয়া থাকে। চোখ রগড়ানোর সময় এই ব্যাকটেরিয়া চোখে গেলেই, চোখ ক্ষতিগ্রস্ত হয়। ফলে চোখ দিয়ে ক্রমাগত জল বেরতে থাকে।

২) কারও যদি ড্রাই আইজের সমস্যা থাকে তা আরও খারাপ পর্যায়ে পৌঁছতে পারে। চোখ রগড়ালে ‘হিস্টামিন’ ক্ষরণ বেড়ে যায়। ফলে চোখে অস্বস্তি আরও বেড়ে যায়। চোখ চুলকায়, ফুলে যায়।

৩) চোখে ভিতর অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে। চোখ রগড়ালে সেই নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে।

৪) এমনকী, বেশি জোরে চোখ রগড়ালে চোখের মধ্যে রক্তক্ষরণ হতে পারে।

চোখের মধ্যে কিছু পড়লেই প্রথমে ঠান্ডা জলের ঝাপটা দিন। প্রয়োজনে টিয়ার ড্রপ দিয়ে চোখ কিছুক্ষণ বন্ধ রাখুন। দেখবেন চোখ ভাল থাকবে।

Next Article