হাঁটু আর কনুইতে কালো ছোপ, কীভাবে দূর করবেন? ঘরোয়া পদ্ধতিতেই মিটবে সমস্যা

Sohini chakrabarty |

Mar 21, 2021 | 2:05 PM

মুখে, হাতে, পায়ে যেমন ক্রিম লাগান বা ময়শ্চারাইজিং করেন, ঠিক তেমনই প্রতিদিন কনুই এবং হাঁটুর কালো দাগ থাকা জায়গায় ক্রিম লাগাতে হবে।

হাঁটু আর কনুইতে কালো ছোপ, কীভাবে দূর করবেন? ঘরোয়া পদ্ধতিতেই মিটবে সমস্যা
ঘরোয়া পদ্ধতিতে প্যাক তৈরি করে সেটাই নিয়মিত লাগালে (অন্তত টানা সাতদিন) আপনি উপকার পেতে বাধ্য।

Follow Us

অনেকসময়েই দেখা যায় আমাদের কনুই এবং হাঁটুতে একটা কালো প্যাচ পড়ে গিয়েছে। নানারকম প্যাক ইতিমধ্যেই ট্রাই করে ফেলছেন আপনি। কিন্তু ডার্ক প্যাচ দূর হয়নি। স্লিভলেস ড্রেস বা শর্টস পরতে গিয়ে মহা সমস্যায় পড়েন আপনি। কিন্তু এই কনুই এবং হাঁটুর এই কালো দাগ দূর করার উপায় খুবই সহজ। ঘরোয়া পদ্ধতিতে প্যাক তৈরি করে সেটাই নিয়মিত লাগালে (অন্তত টানা সাতদিন) আপনি উপকার পেতে বাধ্য।

কী কী করবেন-

১। মুখে, হাতে, পায়ে যেমন ক্রিম লাগান বা ময়শ্চারাইজিং করেন, ঠিক তেমনই প্রতিদিন কনুই এবং হাঁটুর কালো দাগ থাকা জায়গায় ক্রিম লাগাতে হবে। নাহলে কনুই এবং হাঁটুর চামড়া রুক্ষ-শুষ্ক হয়ে কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকবে।

২। প্রতিদিন স্নানের আগে ওই কালো দাগ থাকা জায়গায় সাইট্রাস ফ্রুট অর্থাৎ লেবু জাতীয় ফল ঘষে খানিকক্ষণ ম্যাসাজ করুন। পাতিলেবু টুকরো করে কেটে নিন। এবার কনুই এবং হাঁটুর ডার্ক প্যাচগুলোর উপর ভাল করে ঘষে নিন। ১০ থেকে ১৫ মিনিট এভাবে ঘষে নেওয়ার পর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।

আরও পড়ুন- চুল এবং ত্বকের পরিচর্যায় অব্যর্থ নারকেল তেল, জেনে নিন কী কী কাজে লাগে

৩। সামান্য হলুদ, অলিভ অয়েল, বেকিং সোডা আর মধু দিয়ে একটা প্যাক বানাতে পারেন। কনুই এবং হাঁটুর কালো দাগ তুলতে এই প্যাক খুবই সাহায্য করে। স্নানের আগে এই প্যাক অন্তত ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। টাকা সাতদিন এই প্যাক লাগান। ফল পাবেন হাতেনাতে।

৪। এখন গরমের সময়। অনেকের বাড়িতেই টক দই থাকে। সামান্য দই আর অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে একটা প্যাক তৈরি করুন। ট্যান রিমুভাল  হিসেবে এর তুলনা নেই। কনুই আর হাঁটুর কালো দাগের জায়গায় এই প্যাক লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে স্নান করার সময় ধুয়ে নিন।

Next Article