Smart Phone Hanging Issue: পুজোয় ছবি তোলার বহরে ফোন হ্যাং করছে? ৪ টিপসেই হবে সমস্যার সমাধান
Smart Phone Hanging Issue: দিনের বেশিরভাগ সময়টাই কাজে বা যে কোনও দরকারে স্মার্টফোন ব্যবহার করতে হয়। আর অতিরিক্ত ব্যবহারের ফলে স্মার্টফোন হ্যাং করে যাওয়ার সমস্যাতেও ভুগতে হয় প্রায়ই।
এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ। ছোট থেকে বড় সবার হাতেই এখন মোবাইল ফোন। আর ভালভাবে বললে স্মার্ট ফোন। দিনের বেশিরভাগ সময়টাই কাজে বা যে কোনও দরকারে স্মার্টফোন ব্যবহার করতে হয়। আর অতিরিক্ত ব্যবহারের ফলে স্মার্টফোন হ্যাং করে যাওয়ার সমস্যাতেও ভুগতে হয় প্রায়ই। তার উপর গোটা পুজো জুড়ে কম ছবি ওঠেনি! তাই স্টোরেজের অবস্থাও ভাল নয়। সেই ক্ষেত্রে ফোন হ্যাং হওয়ার সমস্যা আরও বেড়ে যায়।
তবে জরুরি প্রয়োজনের সময়ে ফোন কাজ করা বন্ধ করে দিলে, খুব সমস্যা। এখ অফিসের কাজ থেকে অনান্য নানা দরকারে অদরকারে সবচেয়ে প্রয়োজনীয় হল এই ফোন। এই ধরনের সমস্যায় পড়লে কী করবেন? রইল টিপস।
১। কম ব্যবহৃত অ্যাপগুলি ফোন থেকে মুছে ফেলুন। অ্যান্ড্রয়েড ফোনের যে সব অ্যাপ কম ব্যবহার করেন বা ব্যবহার করেন না সেগুলি আনইনস্টল করে দিন। মোবাইলের স্টোরেজ খালি থাকলে ফোন হ্যাং কম হবে।
২। একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। অনেক সময়ে কাজের প্রয়োজনে একটি অ্যাপ ব্যবহারের সময়ে পিছনেও একাধিক অ্যাপ খুলে রেখে দেন অনেকে। এই কাজ যত কম করা যায় ততই ভাল। অনেক সময় পরে সেই সব অ্যাপ বন্ধ করতেও ভুলে যান। তাতে ফোন বেশি হ্যাং করে।
৩। ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসঙ্গে চলে। এর কারণেও ফোন অনেক সময়ে হ্যাং হয়ে যায়। তাই কাজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলিকে বন্ধ করতে ভুলবেন না। অ্যাপ বন্ধ করার পরে ট্যাবগুলি ক্লিয়ার করে দেবেন। এতে ফোন ভাল চলবে।
৪। স্মার্টফোনের ফাইল ম্যানেজারের মেমরি থেকে কাজ হয়ে গেলে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলুন। অনেক সময় অনেক অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ফোনে থেকে যায়, আর সে সব জমেই ফোন হ্যাং করে।